loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

অনুশীলনে ফিরলেন বার্সেলোনার খেলোয়াড়েরা


অনুশীলনে ফিরলেন বার্সেলোনার খেলোয়াড়েরা

অনুশীলন করার অনুমতি ছিল গত সোমবার থেকেই। কিন্তু ক্লাবের সবার করোনাভাইরাস পরীক্ষা করার জন্য অপেক্ষায় ছিলেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল হাতে এসেছে। তাতে দলের সব খেলোয়াড়ই করোনাভাইরাস নেগেটিভ। তাই আজ শুক্রবার থেকে অনুশীলন শুরু করেছে ফুটবল ক্লাব বার্সেলোনা।

গত বুধবার করোনাভাইরাস পরীক্ষা করিয়েছেন বার্সার খেলোয়াড়েরা। গতকাল ফলাফল আসার পরে অনুশীলনের সবুজ সংকেত মেলে। এরপর সকালে হুয়ান গাম্পার ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেছেন মেসিরা। প্রথমদিনের অনুশীলনে ইনজুরি-আক্রান্ত উসমান দেম্বেলে ছাড়া বার্সার মূল দলের প্রায় সবাই ছিলেন। এখনও করোনা-পরীক্ষা করাননি দেম্বেলে। আগামী সোমবার তাঁর পরীক্ষা করানোর কথা রয়েছে।

প্রথমদিনে সবাই ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন। শারীরিক সংস্পর্শ এড়িয়ে আলাদাভাবে অনুশীলন করেন তাঁরা। অনেকে আবার মাস্ক ও গ্লাভস লাগিয়েও অনুশীলন করেছেন। যদিও মাঠে সবাই মাস্ক পরেই এসেছিলেন। অনুশীলন শেষে বাড়ি ফেরার আগে সবাইকে বাধ্যতামূলকভাবে স্লান করতে হয়েছে।

লা লিগা মাঠে ফেরানোর লক্ষ্যে চার ধাপের প্রস্তুতিপর্ব বেঁধে দেওয়া হয়েছে স্পেন সরকারের পক্ষ থেকে। করোনাভাইরাস পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছিল প্রথম ধাপ। আর ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু দিয়ে শুরু হলো দ্বিতীয় ধাপ।

আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, আগামী ২০ জুন থেকে ফের শুরু হতে পারে লা লিগার ২০১৯-২০ মৌসুম। গত মার্চে স্থগিত হয়ে যাওয়া স্পেনের লিগে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দলটির চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

Loading...