loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

ডিএসসিসি মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন তাপস


ডিএসসিসি মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন তাপস

ঢাকা-দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)’র নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দাপ্তরিক দায়িত্ব গ্রহণ করেছেন। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় গণমাধ্যমকে জানিয়েছেন, আজ দুপুরে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়রের দায়িত্ব গ্রহণ করেন।

তিনি জানান, বেলা একটায় নগরভবনে সীমিত পরিসরে অনাড়ম্বরভাবে শেখ ফজলে নূর তাপস কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: ইমদাদুল হকের কাছ থেকে ডিএসসিসি’র মেয়রের দায়িত্ব বুঝে নেন। এ-সময় মেয়রের স্ত্রীসহ মহানগর আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, নগর আওয়ামী লীগ নেতা মোরশেদ কামাল, কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন এবং কর্পোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন তাপস।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির সন্তান শেখ ফজলে নূর তাপস। তিনি ঢাকা-১০ আসনে দ্বাদশ ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

মেয়র নির্বাচনে মনোনয়ন পাওয়ার পর গত বছরের ২৯ ডিসেম্বর তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) দুই ভাগে ভাগ হওয়ার পরে তাপস ডিএসসিসি’র দ্বিতীয় নির্বাচিত মেয়র। নির্বাচিত হওয়ার পরে তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মোহাম্মদ সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় তাঁকে প্রায় সাড়ে তিনমাস অপেক্ষা করতে হয়েছে।

সাঈদ খোকন ২০১৫ সালের ৫ মে মেয়র হিসেবে শপথ নেন। ওই বছরের ১৬ মে ডিএসসিসি’র প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছিল। ফলে আজই সাঈদ খোকনের মেয়াদ শেষ হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হলেন নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস।

Loading...