loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

মার্চ ও এপ্রিলের মূসক রিটার্ন দেওয়া যাবে ৯ জুন পর্যন্ত


মার্চ ও এপ্রিলের মূসক রিটার্ন দেওয়া যাবে ৯ জুন পর্যন্ত

মার্চ ও এপ্রিল মাসের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট রিটার্ন আগামী ৯ জুন পর্যন্ত দিতে পারবেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। এই সময়ের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিলে জরিমানা ও সুদ দিতে হবে না। যাঁরা নির্ধারিত সময়ে ভ্যাট রিটার্ন দিতে পারেননি – তাঁদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

করোনারভাইরাসের বিস্তারের কারণে সরকার গত ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। কয়েক দফায় বাড়িয়ে আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি চলমান রয়েছে। ফলে, অনেক ব্যবসা প্রতিষ্ঠানই মাসিক ভ্যাট রিটার্ন জমা দিতে পারেনি।

মূসক আইনে প্রতি মাসের ভ্যাট রিটার্ন পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

গত জুলাই মাসে চালু হওয়া নতুন ভ্যাট আইনে রিটার্ন জমার সময় বৃদ্ধির কোনো সুযোগ ছিল না। এনবিআরকে সেই ক্ষমতা দেওয়া হয়নি। সময়মতো ভ্যাট রিটার্ন জমা না দিলে ১০ হাজার টাকার জরিমানা ও ভ্যাটের টাকার মাসিক ২ শতাংশ হারে সুদ আদায়ের বিধান আছে।

করোনা-পরিস্থিতি বিবেচনায় এনে গত বুধবার (২০ মে) আপৎকালীন সময়ে সুদ ও জরিমানা আদায় ছাড়াই এনবিআরকে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির ক্ষমতা দিয়ে অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে বলা হয়েছে, মূসক আইনে যা-ই থাকুক না কেন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি ও দৈব-দুর্বিপাক বা যুদ্ধের কারণে জনস্বার্থে এমন আপৎকালীন সময়ের জন্য সুদ ও জরিমানা আদায় হতে অব্যাহতি প্রদানপূর্বক দাখিলপত্র পেশের সময়সীমা বৃদ্ধি করতে পারবে এনবিআর।

Loading...