loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু ১ জুন থেকে


অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু ১ জুন থেকে

বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। কোভিড-১৯ মহামারির কারণে দুই মাসেরও বেশি ধরে বন্ধ থাকার সময় পরে আগামী ১ জুন থেকে সীমিত আকারে বিমান চলাচল শুরু হবে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব এম মহিবুল হক আজ গণমাধ্যমকে জানান, সীমিত আকারে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-সৈয়দপুর রুটে বিমান চলাচল করবে। অবশ্য, আন্তর্জাতিক রুটে আগামী ১৫ জুন পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

সিনিয়র সচিব আরও জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে রাজশাহী ও যশোরসহ সাতটি আভ্যন্তরীণ রুটে পুনরায় বিমান চালু করার বিষয়ে ১৫ জুনের পরে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া, লন্ডন রুটে বিমান পুনরায় চালু করা সরকারের বিবেচনাধীন রয়েছে।

সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ-এর গাইডলাইন অনুসারে, সকল এয়ারলাইন্সকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য প্রতিটি ফ্লাইটে কমপক্ষে ৩০ থেকে ২৫ শতাংশ আসন খালি রাখতে হবে। কমপক্ষে দুই যাত্রীর মধ্যে একটি সিটের ফাঁক রাখতে হবে, যদি তাঁরা একই পরিবারের সদস্য না-হয়ে থাকেন।

যদি কোনো যাত্রীর কোভিড-১৯ উপসর্গ পাওয়া যায়, ক্রু সদস্যরা অবিলম্বে গন্তব্য বিমানবন্দরের সাথে যোগাযোগ করবেন এবং অবতরণের পরে বিমানবন্দর স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে সন্দেহভাজন রোগীকে হস্তান্তর করবেন।

এয়ারলাইন্সের সকল কর্মীকে মাস্ক, গ্লাভস ও ডিসপোজেবল ক্যাপ পরতে হবে। বিমানের পাইলট ও ক্রুদের জন্য অনুরূপ বিধি-নিষেধ জারি করা হয়েছে।

যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হবে এবং চেক-ইন কাউন্টারগুলোর সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে।

Loading...