loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ওয়াজিদ খানের মৃত্যু, ছিন্ন হলো সাজিদ-ওয়াজিদ জুটি


ওয়াজিদ খানের মৃত্যু, ছিন্ন হলো সাজিদ-ওয়াজিদ জুটি

ভারতীয় সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান মুম্বাইয়ের একটি হাসপাতালে সোমবার (১ জুন) মাত্র ৪২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। কোভিড-১৯ শনাক্ত হওয়া ছাড়াও, হার্ট ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন তিনি। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

‘দাবাং’, ‘এক থা টাইগার’সহ বহু জনপ্রিয় সিনেমার গানে এবং অ্যালবামের সংগীত পরিচালক হিসেবে সফল ছিলেন বলিউডের মানিক-জোড়খ্যাত সাজিদ-ওয়াজিদ দুই ভাই। ওয়াজিদের মৃত্যুতে ছিন্ন হলো দুই ভাইয়ের বন্ধন।

সাজিদ বার্তা সংস্থা পিটিআইকে জানান, কার্ডিয়াক অ্যারেস্টে তাঁর মৃত্যু হয়েছে। অবশ্য, তাঁর কোভিড-১৯ পজেটিভের বিষয়টিও নিশ্চিত হওয়া গেছে।

সংগীত পরিচালক সেলিম মার্চেন্ট পিটিআইকে বলেন, ওয়াজিদ বেশ কিছু জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি কিডনিতে সমস্যা দেখা দিলে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়। গত চারদিন যাবত তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

ওয়াজিদের ঘনিষ্ট পারিবারিক সূত্র তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানায়, হার্ট ও কিডনি-সংক্রান্ত জটিলতা থাকা অবস্থায় কোভিড-১৯ শনাক্ত হলে গত কিছুদিন ধরে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।

সাজিদ-ওয়াজিদ সংগীত পরিচালক জুটি ১৯৯৮ সালের সোহেল খান পরিচালিত ছবি ‘প্যায়ার কিয়া তো ডার্না কিয়াতে’ প্রথম সংগীতায়োজনের কাজ করে খ্যাতি অর্জন করেন। এছাড়া, ‘গ্রাভ’, ‘তেরে নাম’. ‘তুম কো না ভুল পায়েঙ্গে’, ও ‘পার্টনার’-এ কাজ করে জনপ্রিয়তার তুঙ্গে উঠেন তাঁরা।

ওয়াজিদ খানের মৃত্যুতে মুষড়ে পড়েছেন বলিউডের তারকারাও। বি-টাউনের প্রায় সব বড় তারকাই ওয়াজিদ খানের মৃত্যুতে টুইটার বার্তায় শোক জানিয়েছেন।

Loading...