loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে


করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাবিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে গেছে। গত বছর চীনে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এসব মৃত্যুর বেশির ভাগই যুক্তরাষ্ট্র ও ইউরোপে ঘটেছে। মঙ্গলবার গ্রীনিচ মান সময় ০৫৫০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ-তথ্য জানায়।

পরিসংখ্যান অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা এখন ৩ লাখ ৭৫ হাজার ৭০ এবং আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৫৮ হাজার ৪৭৪। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপে করোনা-আক্রান্তের সংখ্যা বর্তমানে ২১ লাখ ৬৭ হাজার ২৩৩ এবং মৃতের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৫১।

খবরে বলা হয়েছে, যেকোনো দেশের তুলনায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে কোভিড-১৯ এ ১ লাখ ৫ হাজার ১৬০ জনের মৃত্যু হয়েছে। এর পরের অবস্থানে থাকা ব্রিটেনে ৩৯,০৪৫ জন, ইতালিতে ৩৩,৪৭৫ জন, ব্রাজিলে ২৯,৯৩৭ জন এবং ফ্রান্সে ২৮,৮৩৩ জন প্রাণ হারিয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য ব্যবহার করে তৈরি করা এই পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কারণ, অনেক দেশ শুধুমাত্র গুরুতর আক্রান্তদেরই করোনা পরীক্ষা করছে।

এদিকে, ভারতে কোভিড-১৯ ভাইরাসে গতকাল মঙ্গলবার আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে এবং ৮,১৭১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫,৫৯৮ এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৭০৬ জন হলো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ-তথ্য জানায়। খবর পিটিআই-এর।

মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে ৯৫,৫২৬ জন সুস্থ হওয়ায় তাঁদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে দেশটিতে করোনা-আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৭,৫৮১ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, করোনা-সংক্রমণ থেকে এ-পর্যন্ত ৪৮.০৭ শতাংশ লোক সুস্থ হয়েছেন।

সোমবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় মৃত ২০৪ জনের মধ্যে মহারাষ্ট্রের বাসিন্দা ৭৬ জন, দিল্লির ৫০ জন, গুজরাটের ২৫ জন ও তামিলনাড়ুর ১১ জন রয়েছেন। এছাড়া, পশ্চিমবঙ্গ ও মধ্য প্রদেশে আটজন করে, তেলেঙ্গানায় ছয়জন, রাজস্থান ও উত্তর প্রদেশে চারজন করে লোকের মৃত্যু হয়েছে। পাশাপাশি, বিহার এবং জম্মু ও কাশ্মিরে তিনজন করে, অন্ধ্র প্রদেশে দুইজন, হরিয়ানা, কেরালা, কর্নাটক ও উত্তরাখন্ডে একজন করে প্রাণ হারিয়েছেন।

গত ডিসেম্বরে চীনের উহান নগরীতে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়া এবং তা মহামারি আকারে দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এরফলে বিশ্ব অর্থনীতি ভয়াবহ ধসের মুখে পড়েছে।

Loading...