loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৪২৩ জন, সুস্থ ৫৭১ জন


দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৪২৩ জন, সুস্থ ৫৭১ জন

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১২,৬৯৪টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২,৪২৩ জনকে শনাক্ত করা হয়েছে। এ-নিয়ে শনাক্তেরর সংখ্যা ৫৭,৫৬৩ জন হলো। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। বর্তমানে মৃতের সংখ্যা ৭৮১।  গত ২৪ ঘণ্টায় আরও ৫৭১ জন সুস্থ হয়েছেন। ফলে, এ-পর্যন্ত সুস্থ হলেন ১২,১৬১ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে করোনা-পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ-তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৫০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.০৯ শতাংশ। তিনি আরও জানান, এ-পর্যন্ত তিন লাখ ৫৮ হাজার ২৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ডা. নাসিমা জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ২৯ জন পুরুষ ও ছয়জন নারী। তাঁদের মধ্যে ২১-৩০ বছরের বয়সের মধ্যে তিনজনের, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে তিনজন, ৫১-৬০ বছরের মধ্যে ১৪ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১-৮০ বছরের মধ্যে দুইজন ও একজনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে।

৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে নয়জন, সিলেট বিভাগে দুইজন এবং রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। তাঁদের মধ্যে হাসপাতালে ২২ জনের, বাসায় ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।

অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩৮৬ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৬,৭৫৪ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৩০ জন, এ-পর্যন্ত ছাড়া পেয়েছেন ৩,৬৭৪ জন। 

দেশে বর্তমানে আইসোলেশন শয্যা রয়েছে ১৩,২৮৪টি। এর মধ্যে ঢাকায় ৭,২৫০টি এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৬,০৩৪টি শয্যা রয়েছে। সারাদেশে আইসিইউ শয্যার সংখ্যা ৩৯৯টি এবং ডায়ালাইসিস ইউনিট রয়েছে ১১২টি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম পর্যায়ে কোয়ারেন্টাইন করা হয়েছে ২,৩৭৫ জনকে। এখন পর্যন্ত ২ লাখ ৯৫ হাজার ১৮৮ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ২,৬৩৪ জন। এ-পর্যন্ত ছাড়া পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৬১৯ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৭,৫৬৯ জন।

দেশের বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ৬২৯টি প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সেবা দেয়া যায় ৩১,৯৯১ জনকে।

অতিরিক্ত মহাপরিচালক জানান, কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) এ-পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ২৫ লাখ ৯ হাজার ১৪২টি। গত ২৪ ঘন্টায় বিতরণ হয়েছে ৩২,৫৫২টি। এ-পর্যন্ত বিতরণ করা হয়েছে ২২ লাখ ৩ হাজার ৭৫টি। বর্তমানে ৩ লাখ ৬ হাজার ৬৭টি পিপিই মজুদ রয়েছে।

গত ২৪ ঘন্টায় হটলাইন নম্বরে ১ লাখ ৬৬ হাজার ৬০৪টি এবং এ পর্যন্ত প্রায় ৯৪ লাখ ১৭ হাজার ১৮১টি ফোন কল রিসিভ করে স্বাস্থ্য সেবা ও পরামর্শ দেয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, করোনাভাইরাস চিকিৎসা বিষয়ে এ-পর্যন্ত ১৬,২৬৭ জন চিকিৎসক অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ২৪ ঘন্টায় আরও নয়জন চিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন। তাঁদের মধ্যে ৪,২১৭ জন স্বাস্থ্য বাতায়ন ও আইইডিসিআর হটলাইনগুলোতে স্বেচ্ছাভিত্তিতে সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টা জনগণকে চিকিৎসাসেবা ও পরামর্শ দিচ্ছেন।

ডা. নাসিমা জানান, দেশের বিমানবন্দর, নৌ, সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে গত ২৪ ঘন্টায় ৯২৪ জনসহ সর্বমোট বাংলাদেশে আগত ৭ লাখ ৫ হাজার ৪৬৪ জনকে স্ক্রিনিং করা হয়েছে।

তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৩ জুন পর্যন্ত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনা-আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২,৭৭৫ জন। এ-পর্যন্ত শনাক্ত হয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৬২০ জন। ২৪ ঘন্টায় ২৭৭ জনের এবং এ-পর্যন্ত ৮,২৭৭ জনের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৩ জুন পর্যন্ত রিপোর্ট অনুযায়ী, সারাবিশ্বে ২৪ ঘন্টায় করোনা-আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৩,২৪৬ জন। এ-পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬২ লাখ ৮৭ হাজার ৭৭১ জন। ২৪ ঘন্টায় ৩,৬২১ জন এবং এ-পর্যন্ত ৩ লাখ ৭৯ হাজার ৩৪১ জন মারা গেছেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু সংবাদ জানানো হয়।

Loading...