loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

তিন ঘন্টা পরে মৃতব্যক্তির শরীরে করোনাভাইরাসের কার্যকারিতা থাকে না


তিন ঘন্টা পরে মৃতব্যক্তির শরীরে করোনাভাইরাসের কার্যকারিতা থাকে না

করোনা-আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির শরীরে তিনঘন্টা পরে ভাইরাসের কোনাে কার্যকারিতা থাকে না। গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে লাশ দাফন/সৎকার সম্পর্কে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা এ-তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, মৃত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির দেহে করোনাভাইরাস ছড়ায় – এটা প্রমাণিত হয়নি। মৃতদেহ সৎকার করতে ৩-৪ ঘণ্টা সময় লেগে যায়। তিনঘণ্টা পরে মৃতব্যক্তির শরীরে এই ভাইরাসের আর কার্যকারিতা থাকে না। তাই, মৃতদেহ থেকে ভাইরাস ছড়ানোর কোনো আশঙ্কা নেই।

ডা. নাসিমা বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর মৃতদেহের সৎকার যেকোনো জায়গায় করা যাবে। ইসলাম ধর্মাবলম্বীরা গোরস্থানে কিংবা পারিবারিক কবরস্থানে লাশ দাফন করতে পারবেন। অন্য ধর্মাবলম্বীরাও তাঁদের বিধি অনুযায়ী যেকোনো জায়গায় মৃতদেহের সৎকার করতে পারবেন।

তিনি জানান, করোনায় মৃতব্যক্তির দাফন, সৎকার বা ব্যবস্থাপনার নির্দেশনা স্বাস্থ্যসেবা অধিদফতর (ডিজিএইচএস)-এর ওয়েবসাইটে রয়েছে।

অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, নিয়মানুযায়ী মৃতদেহের সব আনুষ্ঠানিকতা শেষে বডিব্যাগ, বা তা না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে স্থানান্তরের জন্য মনোনীত কবরস্থান বা পারিবারিকভাবে নির্ধারিত স্থানে দাফন করা যাবে। শুধু করোনায় মৃত হিসেবে আলাদা কোনো কবরস্থান নির্দিষ্ট করার দরকার নেই।

Loading...