loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

দেশে করোনাভাইরাসে তরুণদের আক্রান্তের হার বেশি


দেশে করোনাভাইরাসে তরুণদের আক্রান্তের হার বেশি

বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ৩০ বছর বয়সীরা। আজ স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ-তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২১ থেকে ৩০ বছর বয়সীদের করোনায় আক্রান্তের হার ২৮ শতাংশ। এরপরই আক্রান্তের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছেন ৩০ থেকে ৪০ বছর বয়সীরা। তাঁদের আক্রান্ত হওয়ার হার ২৭ শতাংশ। মৃত্যুর হার বেশি ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে।

দেশে করোনা-সংক্রমণের পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্য বিশ্লেষণ করে তিনি এ-তথ্যসমূহ তুলে ধরেন ।

ডা. নাসিমা জানান, লিঙ্গভেদে শনাক্তের হার পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ। বয়স বিবেচনায় ৬০ বছরের বেশি বয়সী ৭ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সের ১১ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের ১৭ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের ২৭ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের ২৮ শতাংশ, ১১ থেকে ২০ বছরের ৭ শতাংশ এবং ১ থেকে ১০ বছর বয়সের মধ্যে ৩ শতাংশ করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি আরও জানান, ২১ থেকে ৪০ বছর বয়সী মানুষদের অনেক বেশি সতর্কতা ও সচেতনতা প্রয়োজন। এ-বয়সের মানুষেরা কর্মস্থলে বেশি থাকেন। বাইরে বেশি ঘোরাঘুরি করেন, কাজের জন্যই হোক বা অন্য কারণেই হোক। 

‘যেহেতু তরুণ বয়স, তাঁরা অনেক সময় সতর্কতা ও সচেতনতাকে ঠিকভাবে গ্রহণ করেন না। এজন্য ২১ থেকে ৩০ এবং ৩১ থেকে ৪০ বছর বয়সীদের বিশেষভাবে অনুরোধ করবো – আপনারা সতর্ক হোন, সচেতন থাকেন। আপনার কারণে যেন আপনার পরিবারের অন্য কেউ যেন ঝুঁকিতে না পড়ে।’

করোনায় মৃত্যুবরণকারীদের বয়সের হার তুলে ধরে অতিরিক্ত মহাপরিচালক জানান, ১ থেকে ১০ বছর বয়সীদের মৃত্যুর হার ০.৮২ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১.৪৯ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩.৪ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৮.২৯ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৭.৩৯ শতাংশ, ৫১ থেকে ৬০ বয়সীদের ২৯.৬২ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সীদের মৃত্যুর হার ৩৮.৯৯ শতাংশ।

তিনি বলেন, ‘বিশ্লেষণে দেখা যাচ্ছে, ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যেই মৃত্যুর হার বেশি। কাজেই এই বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, আপনারাও অনেক বেশি সচেতন থাকবেন।’

Loading...