loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

সীমিত পর্যায়ে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু


সীমিত পর্যায়ে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু

বাংলাদেশ মঙ্গলবার (১৬ জুন) সীমিত পর্যায়ে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে। কোভিড-১৯ মহামারির কারণে প্রায় তিন মাস ধরে ফ্লাইট বন্ধ ছিল। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দোহা থেকে ৩৩ জন ট্রান্জিট যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় রাত ১টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানটি ২৭৪ জন ট্রানজিট যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে দোহায় ফিরে যায়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সরকার গত ১১ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-লন্ডন-ঢাকা রুটের ফ্লাইট পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয় এবং শুধু ট্রান্জিট যাত্রীদের বহন করার শর্তে মঙ্গলবার থেকে কাতার এয়ারওয়েজকে দোহা-ঢাকা-দোহা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করার অনুমতি দেয়া হয়েছে। কাতার এয়ারওয়েজ প্রতি মঙ্গল, বুধ ও শুক্রবার দোহা-ঢাকা-দোহা রুটে ফ্লাইট পরিচালনা করবে।

সিভিল এভিয়েশন অথোরিটি, বাংলাদেশ (কাব)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান গণমাধ্যমকে জানান, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও)’র নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে তাঁরা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। গত সোমবার সংশ্লিষ্ট স্টেশন ম্যানেজার ও গ্রাউন্ড হ্যান্ডলারদের সাথে তিনি একটি সমন্বয় সভা করেছেন। এ-সময় তিনি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘আমরা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের বিমানবন্দরে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে বিমানবন্দরে অতিরিক্ত জনশক্তি মোতায়েন করেছি এবং স্বাস্থ্যবিধি মেনে প্রথম ফ্লাইটটি সফলভাবেই পরিচালনা করতে সক্ষম হয়েছি।’

কাব চেয়ারম্যান আরও জানান, বিদেশফেরত যাত্রীরা কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট দেখাতে না-পারলে তাঁদের বাধ্যতামূলক ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে, অথবা বিমানবন্দরে তাঁদেরকে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিদেশ থেকে দেশে আগত সকল যাত্রীর জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টিনও বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ বিমান ২১ জুন থেকে ঢাকা-লন্ডন-ঢাকা ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে প্রতি রোববার লন্ডনে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। নির্ধারিত সংখ্যক যাত্রী পেলে বিমান লন্ডন রুটে আগের মতোই নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

গত ২৮ জুন বাংলাদেশ সরকার পরপর সপ্তমবারের মতো বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলংকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের সাথে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে। দুই মাসের বেশি সময় পরে গত ১ জুন থেকে বাংলাদেশ সীমিত পর্যায়ে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করে।

বাংলাদেশ সরকার ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আটকা পড়া বাংলাদেশীদের দেশে ফিরিয়ে এনেছে।

ফ্লাইট বাতিলের কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভুটান, মায়ানমার ও অন্যান্য ইউরোপীয় দেশও ভাড়া করা বিশেষ বিমানে করে আটকা পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়েছে।

Loading...