loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

‘বাংলাদেশে করোনাভাইরাস দুই থেকে তিন বছর থাকবে’


‘বাংলাদেশে করোনাভাইরাস দুই থেকে তিন বছর থাকবে’

সংক্রমণের মাত্রা কমে আসলেও বাংলাদেশেে করোনাভাইরাস দুই থেকে তিন বছর থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ভাইরাসটি আগামী দুই থেকে তিন বছর বা তার চেয়েও বেশি সময় ধরে থাকবে। তবে সংক্রমণের মাত্রা কমে আসবে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে উপস্থিত হয়ে তিনি এ-কথা বলেন।

বক্তব্যের শুরুতে আবুল কালাম আজাদ নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানান। তিনি জানান, বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ও স্বাস্থ্যবিধি মেনে তিনি সুস্থ হয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ জনবহুল ও অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ, করোনাভাইরাসও অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস। যে-কারণে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে না চললে এর সংক্রমণ ঠেকানো কঠিন।

তিনি বলেন, জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য রাখার জন্য সরকার কাজ করে চলেছে। তিনি জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায়  করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩,৮০৩ জন। মৃত্যু হয়েছে ৩৮ জনের। সুস্থ হয়েছেন ১,৯৭৫ জন।

Loading...