loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বার্সাকে ৬.৭ মিলিয়ন ইউরো দিতে নেইমারকে আদালতের নির্দেশ


বার্সাকে ৬.৭ মিলিয়ন ইউরো দিতে নেইমারকে আদালতের নির্দেশ

সুপারস্টার নেইমারই মামলাটি করেছিলেন। ফুটবল ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে অনেকবার মামলা উঠিয়ে নেওয়ার অনুরোধও করা হয়েছিল, কিন্তু মানেননি নেইমার; এমনকি এই ক্লাবে ফেরার ইচ্ছা থাকা সত্ত্বেও। পরে, উল্টো ক্ষতিপূরণের মামলা ঠুকে দেয় ক্যাটালান ক্লাবটি। শুক্রবার (১৯ জুন) সেই মামলার নিষ্পত্তি হয়েছে এবং তাতে হেরে গেছেন ব্রাজিলিয়ান মহাতারকা। ক্লাবের সঙ্গে করা চুক্তির শর্ত না-মানায় নেইমারের প্রতি জরিমানা হিসেবে বার্সেলোনাকে ৬.৭ মিলিয়ন ইউরো দেয়ার আদেশ জারি করেছে স্পেনের একটি আদালত। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

২০১৬ সালে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করে ছিলেন নেইমার। সেই অনুযায়ী পরের মৌসুম শেষে বোনাস পাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু মৌসুম শেষ না-হতেই রেকর্ড পারিশ্রমিকে বার্সা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-তে যোগ দেন এই ফরোয়ার্ড। তারপরও বোনাসের ৪৩.৬ মিলিয়ন ইউরো ঠিকই দাবি করে বসেন তিনি। 

যাহোক, নির্দিষ্ট সময় পর্যন্ত ক্লাবে না-থাকায় বোনাস দিতে রাজি হয়নি বার্সেলোনা। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়। সেই মামলারই রায় প্রকাশিত হয়েছে শুক্রবার। আদালতের কাছে বার্সেলোনার যুক্তিই গ্রহণযোগ্য মনে হয়েছে। আর তাতে বেশ খুশি স্পেনের ক্লাবটি। এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ বলেছে, নেইমারের সঙ্গে বার্সেলোনার সর্বশেষ চুক্তির বোনাস নিয়ে মামলায় আদালত যে-রায় দিয়েছে – ক্লাব তা স্বাগত জানাচ্ছে।

এ-ব্যাপারে আগে ফিফার দ্বারস্থ হয়েছিলেন নেইমার। তবে, তদন্ত করার পরে কোনো সিদ্ধান্ত না-দিয়ে ২০১৮ সালে বিষয়টি চুকিয়ে দেয় বিশ্বের সর্বোচ্চ ফুটবল সংস্থা; যদিও মামলা চালিয়ে যান নেইমার। সেই মামলায় অবশেষে হেরেই গেলেন তিনি। 

অবশ্য এখনও উচ্চ আদালতে অ্যাপিল করার সুযোগ রয়েছে তাঁর। এখন কি করবেন নেইমার – সে-বিষয়ে এ-পর্যন্ত পিএসজি তারকা বা তাঁর প্রতিনিধিদের কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

Loading...