loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

মাশরাফি করোনাভাইরাসে আক্রান্ত


মাশরাফি করোনাভাইরাসে আক্রান্ত

করোনাভাইরাস এবার বাংলাদেশের ক্রীড়াজগতেও হানা দিয়েছে। তামিম ইকবালের বড় ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর আগেই পাওয়া গেছে। এবার করোনায় আক্রান্ত হলেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। শনিবার (২০ জুন) করোনা পজিটিভ ফলাফল এসেছে তাঁর। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

দু’দিন ধরেই জ্বরে ভুগছিলেন মাশরাফি। তাঁর উপসর্গ ছিল শরীর ও মাথাব্যথা। এজন্য শুক্রবার (১৯ জুন) পরীক্ষা করা জন্য নমুনা দেন তিনি। 

ফলাফল পজিটিভ এলেও এখন পর্যন্ত জ্বর ও ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা নেই মাশরাফির। আপাতত নিজের বাসাতেই আইসোলেশনে আছেন তিনি।

দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বেশ সক্রিয় ছিলেন ম্যাশ। তিনি তাঁর নির্বাচনী এলাকায় দুস্থ-অসহায়দের পাশে অর্থ সহায়তা থেকে শুরু করে চিকিৎসাসেবা নিশ্চিত করেছেন।

এর আগে মাশরাফির শ্বাশুড়ি ও স্ত্রীর বোন করোনায় আক্রান্ত হন। তাঁরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ‘নড়াইল এক্সপ্রেস’ অবশ্য তাঁদের সংস্পর্শে আসেননি, এমনকি দুই সপ্তাহ ধরে ঢাকার একটি বাসায় কোয়ারেন্টিনে ছিলেন তিনি। কিন্তু তাতেও করোনায় আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেলেন না ৩৬ বছর বয়সী পেসার।

Loading...