loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

এইচজিসি ও আমরা এসডিএন প্রযুক্তি সম্প্রসারণে চুক্তিবদ্ধ হলো


এইচজিসি ও আমরা এসডিএন প্রযুক্তি সম্প্রসারণে চুক্তিবদ্ধ হলো

ডিজিটাল অর্থনীতি গ্রাহকদের কাছে আরও অবারিত করার প্রস্তুতি

পরিপূর্ণ ফিক্সড-লাইন অপারেটর এবং স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বিস্তৃত নেটওয়ার্ক, অবকাঠামোসহ আইসিটি পরিষেবা প্রদানকারী সংস্থা এইচজিসি গ্লোবাল কমিউনিকেশন্স লিমিটেড (এইচজিসি) গত ২২ জুন ঘোষণা করেছে যে – প্রতিষ্ঠানটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট ও অবকাঠামো পরিষেবা প্রদানকারী কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড (আমরা)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদন করেছে, যার মাধ্যমে এসডিএন প্রযুক্তি ব্যবহার করে নেটওয়ার্ক সুসংহত ও সম্প্রসারণ করা হবে।

বাংলাদেশে ওটিটি ও কর্পোরেট গ্রাহকদের ক্লাউড ব্যবসায় সেবা প্রদান

ক্লাউড ব্যবসায় এশিয়া একটি নতুন বৃহৎ বাজার হওয়ার সক্ষমতা অর্জন করছে। ক্লাউড প্রযুক্তি এই অঞ্চলের কর্পোরেট/ওটিটি (ওভার-দি-টপ) গ্রাহকদের উচ্চমানের সংযোগ ও কম্পিউটার সাক্ষরতায় সহায়তা করে আসছে। সফ্টঅয়্যার-ডিফাইন্ড নেটওয়ার্ক (এসডিএন) ক্লাউডভিত্তিক তথ্যপ্রযুক্তি অবকাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ, এইচজিসি ও আমরা সহযোগী হওয়ায় তাঁদের গ্রাহকেরা বিশ্বমানের নেটওয়ার্ক-সুবিধা ও তা সম্প্রসারণের সক্ষমতা দেখিয়ে নেটওয়ার্ক-পরিধি বাড়াতে পারবে, একইসঙ্গে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে গ্রাহক, যেমন – বহুজাতিক কোম্পানিকে চাহিদা অনুযায়ী ও শূন্যস্পর্শে, সেই সঙ্গে নিশ্ছিদ্র, দ্রুত, টেকসই ও সহজ-নমনীয় ক্লাউড সংযোগ প্রদানের মাধ্যমে আঞ্চলিক ব্যবসার প্রসার ঘটাতে পারবে।

এইচজিসি ও আমরা সহযোগী হয়ে এসডিএন-এর মাধ্যমে এইচজিসি’র আন্তর্জাতিক বাজারে আজিয়ান (ASEAN) ও বৈশ্বিক সম্প্রদায়ের মধ্যে আন্তঃবাহক নেটওয়ার্ক সুসমন্বয়সাধন করে গ্রাহকদের ডিজিটালাইজেশনের উপর জোর দেবে – যা এমইএফ মান অনুসরণ করে। গ্রাহকেরা এডাব্লিউএস, আলিবাবা ক্লাউড, মাইক্রোসফ্ট আজুর ও গুগল ক্লাউড-এ কেন্দ্রীয়ভাবে সরাসরি নিরাপদ সংযোগ স্থাপন করতে পারবেন এবং প্রোগ্রামেটিক্যালি দক্ষ নেটওয়ার্ক রূপরেখা, নেটওয়ার্ক উন্নতকরণ ও পর্যবেক্ষণ, সেই সঙ্গে তাঁদের ব্যবসা পরিচালনা ও প্রকল্প ব্যবস্থাপনা এবং লেভারেজ ক্লাউড পরিষেবা দিয়ে সংস্থাপন দৃঢ় করতে পারবেন এবং সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে পারবেন। এটি বিশেষ করে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ – যেখানে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রকনীতি অনুসারে উন্মুক্ত নেটওয়ার্কে পরিচালনা করা যায় না।

পূর্ব-পশ্চিমের মধ্যে ডিজিটাল নেটওয়ার্কের সেতুবন্ধন তৈরী

বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির অন্যতম এবং বিশ্বের শীর্ষ ১০ দেশের একটি – যেখানে সবচেয়ে বেশি সংখ্যক মোবাইল ফোন ব্যবহৃত হয়। বৈশ্বিক নেটওয়ার্ক-অবকাঠামো ডিজিটাল অর্থনীতির ভিত্তি, যেখানে নেটওয়ার্কের সফ্টঅয়্যারাইজেশন ও ভার্চুয়ালাইজেশন আগামী প্রজন্মের প্রযুক্তি, যেমন – ফাইভ জি ও আইওটি’র মূল চালিকাশক্তি। এই সহযোগিতা-চুক্তি স্থানীয় কর্পোরেট বাজার ও অর্থনীতির প্রধান স্তম্ভসমূহ, যেমন – সরকারি ও বেসরকারি সংস্থা, আরএমজি (তৈরী পোশাক), ব্যাংকিং ও সরকার এবং দ্রুত বর্ধনশীল বাজারে ডিজিটাল নেটওয়ার্কের প্রবেশ ত্বরান্বিত করবে।

বিশ্বব্যাপী পিওপি (পপ)-এর মাধ্যমে একটি এসডিএন প্লাটফর্ম দিয়ে বৈশ্বিক নেটওয়ার্কের রূপান্তর উভয় কোম্পানির ক্রমাগত মূল লক্ষ্য ও কৌশল। এই জোট বাংলাদেশ ও আজিয়ানভিত্তিক স্থানীয় ও বহুজাতিক গ্রাহকবৃন্দকে এইচজিসি’র ৩০টি পপ – যা হংকং, মায়ানমার, সিঙ্গাপুর, লন্ডন, লস এঞ্জেল্স-এ রয়েছে, সেগুলোতে এবং সর্বোপরি দেশজুড়ে আমরা’র ডেটা সেন্টার ও পপসমূহে অভিগমনের সুযোগ দেবে। এটি ল্যাটেন্সির নিম্নমুখিতা নিশ্চিত করবে এবং এইচজিসি’র বৈশ্বিক নেটওয়ার্ক অবকাঠামোতে সরাসরি সংযুক্ত থাকার কারণে বিভিন্ন শিল্পের বহুজাতিক সংস্থা, যেমন – উৎপাদন ও ব্যাংকিং খাতের সর্বশেষ ব্যবহারকারীদের সংযোগ-মান বাড়াবে।

আমরা’র চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ বলেছেন, “এইচজিসি’র সঙ্গে এসডিএন-সেবা প্রদানে আমাদের জোটবদ্ধ হওয়ার বিষয়টি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। এটি বাংলাদেশের আইটি ও আইসিটি খাতে বিপ্লব বয়ে আনবে। এসডিএন-প্রযুক্তির আবির্ভাবে বাংলাদেশের আইটিতে বড় ধরণের পরিবর্তন হবে; বৈশ্বিক ইন্টারনেট এক্সচেঞ্জসমূহে ও সারাবিশ্বের ডেটা সেন্টারে নিখুঁত সংযোগ নিশ্চিত করার মাধ্যমে হার্ডঅয়্যার থেকে শুরু করে সফ্টঅয়্যারভিত্তিক অটোমেশন ও নেটওয়ার্ক ব্যবস্থাপনায় সেটি হবে। ‘আমরা’ এই উদ্যোগের অংশীদার হতে পেরে গর্বিত।”

এইচজিসি’র আন্তর্জাতিক ব্যবসার এসভিপি রবীন্দ্রন মাহালিংগাম বলেছেন, “এইচজিসি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি আমরা’র সঙ্গে সহযোগিতা-চুক্তি করতে পেরে খুশি। আন্তঃবাহক এসডিএন-পরিবাহিতার মাধ্যমে আমাদের ডিজিটাল রূপান্তরের উদ্যোগ গতিশীলতা নিয়ে প্রসারের সঙ্গে সঙ্গে এইচজিসি নমনীয় নেটওয়ার্ক অবকাঠামো, সেই সঙ্গে মানের ক্ষেত্রে বৈশ্বিক চাহিদা, মান ও নির্ভরশীলতার আকাঙ্ক্ষাপূরণপূর্বক বহুমুখি আইসিটি সলিউশন প্রদান করে বাজারে নেতৃত্ব দিতে এবং মহাদেশজুড়ে পরিষেবা সম্প্রসারণে বদ্ধপরিকর। আমরা আজিয়ান ও দক্ষিণ এশিয়ার ওটিটি অপারেটর ও কর্পোরেট গ্রাহকদের ক্রমবর্ধমান মাল্টিমিডিয়া ব্যবহারের চাহিদা পূরণ করতে গ্রাহককেন্দ্রীক সেবা প্রদানের জন্য আমাদের জোটকে প্রসারিত করবো।”

– এইচজিসি গ্লোবাল কমিউনিকেশন্স লিমিটেড সম্পর্কে –

এইচজিসি গ্লোবাল কমিউনিকেশন্স লিমিটেড (এইচজিসি) হংকং-এ ও আন্তর্জাতিকভাবে একটি শীর্ষস্থানীয় ফিক্সড-লাইন অপারেটর। এই কোম্পানির হংকং ও এর বাইরে বিস্তৃত নেটওয়ার্ক ও অবকাঠামো রয়েছে এবং বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করে থাকে। পাঁচটি মহাদেশে এইচজিসি’র ২৩টি ব্যবসায়িক দপ্তর রয়েছে। এটি অপারেটরদের টেলিযোগাযোগ অবকাঠামো-সেবা দিয়ে থাকে এবং কর্পোরেট ও আবাসিক পর্যায়ে পরিষেবা প্রদানকারী হিসেবে কাজ করে। কোম্পানিটি স্থানীয়ভাবে, বিদেশে, কর্পোরেট পর্যায়ে ও গণবাজারে পরিপূর্ণ টেলিকম, ডেটা সেন্টার সেবা, আইসিটি সলিউশন ও ব্রডব্যান্ড সেবা প্রদান করে। এইচজিসি এর নিজস্ব বিস্তৃত ফাইবার অপটিক নেটওয়ার্ক পরিচালনা করে, চীনের মূল ভূখণ্ডে পাঁচটি প্রথম পর্যায়ের আন্তঃসীমান্ত টেলিযোগাযোগ সেবাদাতা এবং কয়েকশ বিশ্বমানের আন্তর্জাতিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। এইচজিসি হংকং-এর সর্ববৃহৎ ওয়াইফাই সেবাদাতা প্রতিষ্ঠান – যাঁরা সেখানে ২৯,০০০-এর বেশি ওয়াইফাই হটস্পট পরিচালনা করে। কোম্পানি আরও বিনিয়োগের মাধ্যমে তাঁর বর্তমান পরিকাঠামো সমৃদ্ধ করে, পাশাপাশি সর্বশেষ শীর্ষ প্রযুক্তিসমূহ যুক্ত করে অবকাঠামো-সেবা ও পরিষেবা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। এইচজিসি হলো আই স্কোয়ার্ড ক্যাপিটাল-এর একটি কোম্পানি, একটি স্বতন্ত্র বৈশ্বিক অবকাঠামো বিনিয়োগ-ব্যবস্থাপক – যা উত্তর আমেরিকা, ইউরোপ ও নির্বাচিত দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর শক্তি, ইউটিলিটি ও পরিবহনের উপর দৃষ্টি নিবদ্ধ করছে।

আরও জানতে এইচজিসি’র ওয়েবসাইট পরিদর্শন করুন: www.hgc.com.hk

এইচজিসি গ্লোবাল কমিউনিকেশন্স লিমিটেড
কর্পোরেটবিষয়ক ও জনসংযোগ বিভাগ
ফোন: +৮৫২ ২১২৮ ২১৫০ / ২১২৮ ৫২১৮ ইমেইল: pr@hgc.com.hk

 আমরা নেটওয়ার্কস লিমিটেড (আমরা) সম্পর্কে –

আমরা নেটওয়ার্কস লিমিটেড (আমরা) হলো ‘আমরা কোম্পানিজ’-এর মূল স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট (এসবিইউ) – একটি তথ্যপ্রযুক্তি কোম্পানি – আইটি ও আইটিইএস, বস্ত্র ও তৈরী পোশাক, লাইফস্টাইল সার্ভিসেস ও পেশাগত উন্নয়ন ক্ষেত্রে যাঁদের ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আমরা নেটওয়ার্কস লিমিটেড শীর্ষস্থানীয় কর্পোরেট আইএসপি (ইন্টারনেট সেবাদাতা), যা এন্টারপ্রাইজ ইন্টারনেট ও ডেটা, ভিডিও কনফারেন্স ও ভিডিও সার্ভিলেন্স প্রযুক্তি, অবকাঠামোভিত্তিক পরিষেবা, যেমন – ডেটা সেন্টার, কোলোকেশন-সেবা থেকে শুরু করে আন্তর্জাতিক এসএলএ সমর্থিত ক্লাউড কম্পিউটিং এবং স্টেইট অফ দি আর্ট নেটওয়ার্ক মনিটরিং পরিষেবায় বিশেষায়িত প্রতিষ্ঠান।

বাংলাদেশ ও বহির্বিশ্বে এর বিস্তৃত পপ (পিওপি) নেটওয়ার্ক দিয়ে আমরা ১,৬০০’র বেশি গ্রাহককে সেবা দিচ্ছে, যার মধ্যে রয়েছে – বিদেশি দূতাবাস থেকে শুরু করে সরকারি সংস্থা, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা ও সশস্ত্রবাহিনী।

এএনএল ‘ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট’ স্বীকৃত বাংলাদেশের শীর্ষস্থানীয় ৫০০টি কোম্পানির একটি। উৎকর্ষের প্রতি এর প্রতিশ্রুতি দারুণভাবে প্রতিফলিত হয়েছে ISO 9001:2015 কমপ্লায়েন্ট কোম্পানি হিসেবে স্বীকৃতিতে। এএনএল জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট – যা টেকসই ও সামাজিক দায়বদ্ধতার নীতি উৎসাহিত ও গ্রহণ করে – এর এক আগ্রহী অংশগ্রহণকারী।

আমরা নেটওয়ার্কস লিমিটেড (আমরা)
ব্র্যান্ড ডেভেলপমেন্ট ও মার্কেটিং বিভাগ
ফোন: +৮৮০-১৭০৮৪৫১৯২৫, +৮৮০-১৭০৯৬৩১৬৯০
ইমেইল: marketing@aamra.com.bd

Loading...