loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ডিএনসিসিকে ২০ হাজার মাস্ক দিলো ডিকাথ্লন বাংলাদেশ


ডিএনসিসিকে ২০ হাজার মাস্ক দিলো ডিকাথ্লন বাংলাদেশ

করোনাভাইরাস প্রতিরোধে একটি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান ঢাকা-উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-কে ২০ হাজার নন-সার্জিকেল ফেব্রিক মাস্ক প্রদান করেছে। ‘ডিকাথ্লন বাংলাদেশ’ নামের এই মাস্ক উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠানটি গতকাল সোমবার গুলশানস্থ নগরভবনে মেয়র মো. আতিকুল ইসলামের কাছে মাস্ক প্রদান করে। প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার দীপক ডি সুজা ডিএনসিসি মেয়রের কাছে মাস্কগুলো হস্তান্তর করেন।

দীপক ডি সুজা জানান, ব্যবহারকারীরা প্রতিটি মাস্ক ধুয়ে অন্তত ২১ বার ব্যবহার করতে পারবেন।

মেয়র আতিকুল ইসলাম প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনাকালে নাগরিক সেবা প্রদানে নিবেদিত ডিএনসিসির কর্মীদের সুরক্ষা প্রদানে এ-সকল মাস্ক ব্যবহার করা যাবে। বিশেষ করে পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদেরকে এই মাস্ক বিতরণ করা হবে।

মাস্ক হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই উপস্থিত ছিলেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...