loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

‘স্নিজ গার্ড’ আনলো গেটওয়েল


‘স্নিজ গার্ড’ আনলো গেটওয়েল

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ‘স্নিজ গার্ড’ এনেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর অঙ্গ প্রতিষ্ঠান গেটওয়েল লিমিটেড।

‘স্নিজ গার্ড’ হলো অ্যাক্রিলিক শিট দিয়ে তৈরি এক ধরনের সুরক্ষা সামগ্রী – যা দুইপ্রান্তে থাকা মানুষকে পরস্পরের ড্রপলেট থেকে রক্ষা করে। এটির ব্যবহার করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমাতে পারে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, করোনাভাইরাস দীর্ঘায়িত হওয়ায় জীবন ও জীবিকার প্রয়োজনে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে হচ্ছে। সেক্ষেত্রে সুরক্ষা সামগ্রী অত্যন্ত প্রয়োজন। কর্মক্ষেত্রে নিয়োজিত ব্যক্তিদের সুরক্ষিত রাখতে আমরা বাজারে এনেছি ‘স্নিজ গার্ড’। মহামারির সময়ে অফিসের কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে এটি কার্যকরী ঢাল হিসাবে ব্যবহৃত হতে পারে।

তিনটি মডেলের ‘স্নিজ গার্ড’ এখন পাওয়া যাচ্ছে, যার মূল্য যথাক্রমে – ৪১০০ টাকা, ২৩০০ টাকা ও ১৮০০ টাকা। ক্রেতারা চাইলে পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারবেন। অনলাইনে কেনাকাটার জনপ্রিয় সাইট অথবা ডটকম-এর মাধ্যমে ক্রেতারা পণ্যটি কিনতে পারবেন। এছাড়া প্রাণ-আরএফএল গ্রুপের কাস্টমার কেয়ার সেন্টারে (০৯৬১৩৭৩৭৭৭৭) যোগাযোগ করে পণ্যটি সংগ্রহ করা যাবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বেশ কিছু সুরক্ষা পণ্য বাজারে আনে গেটওয়েল লিমিটেড। পণ্যগুলোর মধ্যে রয়েছে – ফেইস শিল্ড, সার্জিক্যাল গগল্স, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই ফুল গাউন, বডি ব্যাগ (মরদেহ বহনের ব্যাগ), উইস্ক কেবিন (নমুনা সংগ্রহের বুথ) এবং ডিসইনফেক্শন চেম্বার।

Loading...