loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: নারী-শিশুসহ ৩৩ জনের লাশ উদ্ধার


বুড়িগঙ্গায় লঞ্চডুবি: নারী-শিশুসহ ৩৩ জনের লাশ উদ্ধার

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে গতকাল সোমবার একটি যাত্রাবাহী লঞ্চ ডুবির ঘটনায় এ-পর্যন্ত ৩৩ জনের মরদেহ উদ্বার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ফরাশগঞ্জ-শ্যামবাজার লঞ্চঘাটে কুমিল্লা ডক এরিয়ার পাশে লঞ্চটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে।

সোমবার সকালে মুন্সীগঞ্জের কাঁঠপট্টি এলাকা থেকে ৫০ জন যাত্রী নিয়ে ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে মনিং বার্ড নামের লঞ্চটি ছেড়ে আসে। লঞ্চটি ফরাশগঞ্জ ঘাটে এসে পৌঁছালে পেছন দিক থেকে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামে অপর একটি লঞ্চ ধাক্কা দিলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ-সময় লঞ্চটির কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ যাত্রী ডুবে যায়।

Loading...