loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

আজ শনাক্ত সর্বোচ্চ ৪০১৯, মোট দেড় লাখ ছাড়াল, মৃত্যু আরও ৩৮


আজ শনাক্ত সর্বোচ্চ ৪০১৯, মোট দেড় লাখ ছাড়াল, মৃত্যু আরও ৩৮

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ১৮,৩৬২টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও ৪,০১৯ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্য। এ-নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন হলো। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। এ-পর্যন্ত মৃতের সংখ্যা ১,৯২৬।

আজ বৃহস্পতিবার দুপুরে করোনা-পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ-তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩২ জন পুরুষ ও ছয়জন নারী। তাঁদের মধ্যে একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১৬ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, আটজনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, সাতজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে ও দুইজনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪,৩৩৪ জন। ফলে, এ-পর্যন্ত সুস্থ হলেন ৬৬,৪৪২ জন। 

স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, দেশে এ-পর্যন্ত আট লাখ দুই হাজার ৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.১০ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩.৩৫ শতাংশ ও মৃত্যুর হার ১.২৬ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

Loading...