loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

লেরয় সানেকে গার্দিওলার ধন্যবাদ জ্ঞাপন


লেরয় সানেকে গার্দিওলার ধন্যবাদ জ্ঞাপন

এই মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছেড়ে বায়ার্ন মিউনিখে চলে যাচ্ছেন উইঙ্গার লেরয় সানে। দলের এই বিদয়ী তারকাকে তাই শুভকামনা ও ধন্যবাদ জানাতে ভুল করেননি সিটি বস পেপ গার্দিওলা।

প্রায় ৫৪.৮ মিলিয়ন পাউন্ডে বুন্সেদলিগা চ্যাম্পিয়ন বায়ার্নের কাছে সানেকে ছেড়ে দেবার দ্বারপ্রান্তে রয়েছে সিটিজেনরা।

গার্দিওলা বলেছেন, অল্প কিছু বিষয় এখনো সম্পন্ন করার বাকি আছে। কিন্তু এটা নিশ্চিত যে ২৪ বছর বয়সী সানে ইতিহাদ স্টেডিয়াম ছাড়ছেন। এ-সময় গার্দিওলা বলেছেন, ‘একসাথে আমরা যে-ক’টি বছর কাটিয়েছি এর জন্য আমি তাঁকে অনেক বড় ধন্যবাদ জানাতে চাই। চমৎকার একটি ক্লাব বায়ার্ন মিউনিখে তাঁর নতুন অধ্যায়ের জন্য আমরা শুভ কামনা থাকলো। তাঁকে ধরে রাখতে পারলে আমি খুশি হতাম, কিন্তু সে নিজেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

এবারের মৌসুমে ইতোমধ্যে লিভারপুলের কাছে প্রিমিয়ার লিগের শিরোপা হারিয়েছে ম্যানচেস্টার সিটি। গার্দিওলা বলেছেন, তাঁর দল সব সময়ই পয়েন্টের জন্যই মাঠে নেমেছে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘খেলাধুলায় সব সময়ই নিজেকে প্রমাণ করতে হয়। আমরা যা করেছি – তা নিয়ে সকলেই সন্তুষ্ট। তবে, খেলোয়াড়দের জন্য এটা যথেষ্ট নয়। অতীতের কথা ভুলে আমাদের অবশ্যই সামনে এগিয়ে যেতে হবে। যা আমরা করেছি – তা আমাদের স্মৃতিতে থাকবে, কিন্তু নতুন মৌসুমে নতুন করেই শুরু করতে হবে।’

লিভারপুলের কোচ ইউর্গান ক্লপ সম্পর্কে গার্দিওলা বলেছেন, ‘আমি তাঁকে ভালোভাবে চিনি না, কিন্তু অবশ্যই শ্রদ্ধা করি। যেভাবে তিনি দলকে শিরোপা উপহার দিয়েছেন – তা প্রশংসাযোগ্য। এ-ধরনের কোচ একটি দলকে সবদিক থেকেই সহযোগিতা করে থাকে।’

Loading...