loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

  • পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম সিরি আ শিরোপা জয়

রামোসের গোলে শিরোপার আরও কাছে রিয়াল


রামোসের গোলে শিরোপার আরও কাছে রিয়াল

দারুণ অনাকাঙ্ক্ষিত এক বিরতির পরে ফের মাঠে গড়ানো স্পেনের লা লিগায় খেলা সাত ম্যাচে পঞ্চম গোলের দেখা পেলেন সার্জিও রামোস। তাঁর সফল স্পট-কিকে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ থেকে তিন বছর পর জয় নিয়ে ফেরার পাশপাশি আসরের শিরোপা পুনরুদ্ধারের আরও কাছে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ।

রোববার (৫ জুলাই ) রাতে সান মামেসে ১-০ গোলে জিতেছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা জিনেদিন জিদানের দল। চলতি লিগে এটি ক্লাবটি টানা নবম জয়। এতে দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে ব্যবধান সাত পয়েন্টে উন্নীত করেছে লস ব্লাঙ্কোসরা।

অ্যাথলেটিকের মাঠে রিয়াল এর আগে জিতেছিল ২০১৭ সালে। গতবার দুদলের লড়াই শেষ হয়েছিল ১-১ সমতায়। তার আগের মৌসুমের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

প্রথমার্ধে দুদলই করেছে বেশ কয়েকটি ভালো আক্রমণ। করিম বেনজেমা ও রদ্রিগো সহজ সুযোগ নষ্ট করায় এগিয়ে যাওয়া হয়নি লা লিগার ইতিহাসের সফলতম দল রিয়ালের। দলটির গোলরক্ষক থিবো কোর্তোয়া রাউল গার্সিয়াকে হতাশ করায় স্বাগতিকরাও স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেনি।

বিরতির পরে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অতিথি দল। কিন্তু আক্রমণে ধার না-থাকায় জাল ভেদ করে উঠতে পারছিলের না তাঁরা। অবশেষে ৭৩তম মিনিটে পেনাল্টি থেকে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন রামোস। মার্সেলো ফাউলের শিকার হওয়ায় ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে স্পট-কিকের সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি।

চলতি লিগে রামোসের এটি দশম গোল এবং রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২২টি স্পট-কিক থেকে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করলেন এই অভিজ্ঞ তারকা ডিফেন্ডার।

৩৪ ম্যাচে ২৩ জয় ও আট ড্রয়ে রিয়ালের অর্জন ৭৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৭০। রোববার রাতেই ভিয়ারিয়ালের মাঠে খেলতে নামবে ক্যাটলানরা। সেই ম্যাচে জিতে ব্যবধান কমিয়ে আনার সুযোগ রয়েছে লিওনেল মেসিদের সামনে।

Loading...