loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বিমানের আবুধাবি ও দুবাইয়ের ফ্লাইট স্থগিত


বিমানের আবুধাবি ও দুবাইয়ের ফ্লাইট স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি ও দুবাইয়ের ফ্লাইট অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সোমবার (৬ জুলাই) থেকে ঢাকা-দুবাই রুটে এবং মঙ্গলবার (৭ জুলাই) থেকে আবুধাবি রুটে বিমানের বিশেষ ফ্লাইট পরিচালনা করার কথা ছিল এবং সে-অনুযায়ী প্রস্তুতি ছিল। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

আবুধাবি ও দুবাইয়ে ফ্লাইট স্থগিতের ব্যাপারে বিমানের পক্ষ থেকে ব্যাখা দেয়া হয়েছে। বিমানের ওয়েবসাইটে প্রকাশিত সেই ব্যাখায় জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের সিভিল এভিয়েশন ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত দুবাইয়ে এবং পরেরদিন ৭ জুলাই থেকে একইসময় পর্যন্ত আবুধাবিতে বিমানের ফ্লাইট পরিচালনার জন্য সাময়িকভাবে সিদ্ধান্ত প্রদান করে। সেই পরিপ্রেক্ষিতে বিমানের পক্ষ থেকে ফ্লাইট পরিচালনায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল।

বিমান আরও জানিয়েছে, দুবাইয়ে যাওয়ার জন্য যেসব যাত্রী সোমবার (৬ জুলাই) থেকে আগামী ১৬ জুলাই পর্যন্ত বুকিং দিয়েছেন, তাঁদেরকে বিমানের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএমএস ও ফোনের মাধ্যমে সংশ্লিষ্ট যাত্রীদের এ-বিষয়ে জানানো হবে বলে উল্লেখ করা হয়।

অন্যদিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার দিবাগত রাত ১২ টা ১ মিনিট অর্থাৎ মঙ্গলবার (৭ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত ১১টি দেশের আন্তর্জাতিক যাত্রী পরিবহন ফ্লাইট অবতরণে নিষেধাজ্ঞা জারি করেছে।

এ-ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক অফিস আদেশে ১১ টি দেশের বাণিজ্যিক ফ্লাইট অবতরণে নিষেধাজ্ঞার কারণ হিসেবে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ এড়ানোর কথা উল্লেখ রয়েছে। তবে, এসব দেশ থেকে কার্গোবিমান, বিশেষ ফ্লাইট ও এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়।

Loading...