loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

করোনা-সংক্রমণ: রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে ভারত


করোনা-সংক্রমণ: রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে ভারত

ভারতে করোনাভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডব বেড়েই চলেছে। ইতোমধ্যে প্রায় সাতলাখ শনাক্ত নিয়ে রাশিয়াকে টপকে অধিক সংক্রমিত দেশের তালিকায় তৃতীয় শীর্ষে উঠেছে দেশটি। সোমবার (৬ জুলাই) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ-তথ্য প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে ২৪,২৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে সেখানে মোট করোনা-শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৪১৩ জনে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪২৫ জনের। এনিয়ে সেখানে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৬৯৩ জনে গিয়ে ঠেকেছে।   

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি ভারতে করোনার প্রকোপ ব্যাপক হারে বেড়েছে। মহারাষ্ট্র প্রদেশে সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরই আছে যথাক্রমে তামিল নাড়ু, দিল্লি, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা ও কর্নাটক। 

এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ বৃদ্ধি পেলেও কোভিড-১৯ থেকে সুস্থতা হার আশাব্যঞ্জক। বর্তমানে দেশটিতে করোনা জয় করে ফিরে আসা মানুষের সংখ্যা ৬০.৮৫ শতাংশ।  

আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটার অনুযায়ী, ভারতে এখন করোনায় ভুগছেন এমন মানুষের সংখ্যা আড়াই লাখের কিছু বেশি। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন নয় হাজারের মতো মানুষ।

Loading...