loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়


সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়

সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দল পিপল্স অ্যাকশন পার্টি (পিএপি) জিতেছে। দলটি ৯৩টি সংসদীয় আসনের মধ্যে ৮৩টিতে জয়লাভ করেছে।রির্টানিং অফিসার তান মেং দুই-এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম শনিবার (১১ জুলাই) এ-খবর জানায়। নির্বাচনে দলটি ৬১.২৪ শতাংশ ভোট পেয়েছে। এর আগে ২০১৫ সালের নির্বাচনে পিএপি ৬৯.৮৬ শতাংশ ভোট পেয়েছিল।

বিরোধী ওয়ার্কার্স পার্টি ১০টি আসন পেয়েছে। ২০১৫ সালে দলটি ছয় আসন পেয়েছিল।

গত শুক্রবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ৯৩টি আসনে ১১ টি রাজনৈতিক দল থেকে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।

প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এক সংবাদ সম্মেলনে বলেন, পিএপি যে-পরিমাণ ভোট পেয়ে জিতেছে – তা তাঁর প্রত্যাশার চেয়ে বেশি নয়। বরং এই ফলাফল পিএপি’র প্রতি ব্যাপক জনসমর্থনেরই প্রতিফলন।

পিএপি’র সেক্রেটারি জেনারেল লি আরও বলেছেন, তিনি জনগণের এই রায় দায়িত্বের সঙ্গে কোভিড-১৯ মোকাবেলা এবং অর্থনীতির ঘুরে দাঁড়ানোর কাজে ব্যবহার করবেন।

Loading...