loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বগুড়া-১ ও যশোর-৬ উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী


বগুড়া-১ ও যশোর-৬ উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী

বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল নয়টা থেকে শুরু হয়ে টানা বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপ-নির্বাচনে বেসরকারি ফলাফলে প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সহধর্মিনী সাহাদারা মান্নান শিল্পী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ ট্রাক প্রতীকে পেয়েছেন ১,৫৯৯ ভোট। বগুড়া-১ আসনের রির্টানিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুল আলম শাহ এই ফলাফল ঘোষণা করেন।

গত ১৮ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য আবদুল মান্নানের মৃত্যু হলে বগুড়া-১ আসনটি শূন্য হয়েছিল।

এই আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছিলেন – আওয়ামী লীগের সাহাদারা মান্নান (নৌকা), বিএনপি’র একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), জাতীয় পার্টির মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মো. রনি (বাঘ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বটগাছ) ও স্বতন্ত্র ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)।

সংবাদে প্রকাশ, প্রার্থীতা প্রত্যাহারের সময়সীমা উর্ত্তীণ হওয়ার পরে বিএনপি’র প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির দলীয় সিদ্ধান্তে নির্বাচন বয়কট করেছেন। 

যশোর-৬ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ূন কবির জানান, শাহীন চাকলাদার নৌকা প্রতীকে ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২,০১২ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাবিবুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১,৬৭৮ ভোট।

অবশ্য, বিএনপি কেন্দ্রীয়ভাবে নির্বাচন বর্জন করায় মাঠে ছিলেন না আবুল হোসেন আজাদ।

সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মৃত্যুবরণ করায় যশোর-৬ আসনটি শূন্য হয়েছিল।

Loading...