loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

করোনামুক্ত হলেন মাশরাফি


করোনামুক্ত হলেন মাশরাফি

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ২৪ দিন পরে সম্পূর্ণ করোনামুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এই খবর নিজেই জানিয়েছেন ম্যাশ। নিজের স্বীকৃত ফেইসবুক পাতায় মাশরাফি জানান, তৃতীয়বারের মতো কোভিড-১৯ টেস্ট করিয়ে নেগেটিভ ফলাফল পেয়েছেন তিনি। অবশ্য, মাশরাফি করোনামুক্ত হলেও তার স্ত্রী এখনো করোনা পজিটিভ আছেন।

মাশরাফির করোনা ‘পজিটিভ’ ও ‘নেগেটিভ’ ফল নিয়ে একাধিকবার বিভ্রান্তিকর খবর ছড়িয়েছিল। বিভ্রান্তি কাটাতে মাশরাফিকে ফেইসবুকে দু’বার ব্যাখ্যাও দিতে হয়েছিল। জানা গেছে, করোনা আক্রান্ত থাকলেও মাশরাফি এই সময়টাই ছিলেন একেবারেই সুস্থ। বড় কোনো উপসর্গ দেখা দেয়নি তাঁর। মাশরাফির পর আক্রান্ত হন তার স্ত্রী সুমনা হক সুমি। 

বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের এই সাংসদ জানান, এখনো আক্রান্ত থাকলেও তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা ভালো, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার করোনাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যাঁরা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।

শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তাঁর জন্য দোয়া প্রার্থনা করছি।’

গত ২০ জুন মাশরাফির করোনা আক্রান্ত হওয়ার ফল বের হয়। সম্পূর্ণ সুস্থ থাকার এর দিন সাতেক পর তিনি আবার পরীক্ষা করিয়েছিলেন। তবে সেবারও ফলাফল পজিটিভ এসেছিল। এবার বাড়তি সময় নিয়ে আবার পরীক্ষা করিয়ে ‘কোভিড-১৯ নেগেটিভ’ হয়েছেন মাশরাফি।

করোনাভাইরাস মহামারির শুরু থেকেই নিজ এলাকায় সংকটে থাকা মানুষের পাশে ছিলেন সাংসদ মাশরাফি। নড়াইলের স্বাস্থ্যসেবা ও দরিদ্র মানুষের ত্রাণ বিতরণে সরাসরি কাজ করেছেন তিনি। জনপ্রিয় এই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন ঢাকায়। তাঁর ভাই মোরসালিন বিন মর্তুজাও একই সময়ে করোনা আক্রান্ত হন।

Loading...