loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

দারুণ জয়ে সিরিজে ফিরলো ইংল্যান্ড


দারুণ জয়ে সিরিজে ফিরলো ইংল্যান্ড

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৬৯/৯ (ইনিংস ঘোষণা)
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৮৭
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১৯ ওভারে ১২৯/৩
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ৭০.১ ওভারে ১৯৮
ফলাফল: ইংল্যান্ড ১১৩ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-১ সমতা

সারাদিন বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় ম্যাচের ফলাফল বের করা ছিল কঠিন। কিন্তু ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের উপর ঝাঁজ দেখিয়ে সেই কাজটাই করে দেখালেন ইংল্যান্ডের পেসাররা। রোমাঞ্চকর শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজকে কাবু করে দারুণভাবে সিরিজে ফিরেছে স্বাগতিক দল। ম্যানচেস্টারের ওল্ড টাফোর্ডে গতকাল সোমবার দ্বিতীয় টেস্টে  ১১৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে তাই এখন ১-১ সমতা এসেছে।

আগের দিনের দুই উইকেটে ৩৭ রান নিয়ে নেমেছিল ইংল্যান্ড। বেন স্টোক্সের ঝড়ো ব্যাটিংয়ে সেই রান খুব দ্রুত বেড়েছে। ম্যাচ জিততে মরিয়া ইংল্যান্ড তিন উইকেটে ১২৯ রান করে ইনিংস ঘোষণা করে দেয়।

৩১২ রানের লক্ষ্য দিয়ে মধ্যাহ্ণ বিরতির আগেই স্টুয়ার্ট ব্রডের জোড়া আঘাত ও ক্রিস ওক্সের তোপে বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২৫ রানেই তাঁরা তিন উইকেট হারিয়ে বসে। লাঞ্চ থেকে ফিরেই বিদায় নেন রোস্টন চেজও।

সেই ধাক্কা সামলালেও ইংলিশ পেসারদের আগ্রাসনে নড়বড়ে অবস্থা কাটেনি ক্যারিবিয়ানদের। শারমাহ ব্রোক্স ও জারমেইন ব্ল্যাকউড তবুও দিচ্ছিলেন আশা। পঞ্চম উইকেটে দুজনের জুটিতে এসেছে শতরান। ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ বাঁচানোর প্রত্যাশাও পোক্ত হচ্ছিল। কিন্তু বেন স্টোক্সের কারণে তা আর এগোতে পারেনি। ব্ল্যাকউডকে নিজের বলে ক্যাচ বানিয়ে আরও একবার গুরুত্বপূর্ণ সময়ে অবদান রাখেন এই অলরাউন্ডার। একটু পরে দ্রুত ফিরে যান শেন ডওরিচও।

অধিনায়ক জেসন হোল্ডার টেইল এন্ডারদের নিয়ে কঠিন পথ পার করতে পারতেন। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসই কাল হয়েছে তাঁর। অফ স্পিনার ডম বেসের বল বুঝতে না পেরে স্টাম্প হারান তিনি। মূলত তখনই ম্যাচের ইতি ঘটে।

বাকি দীর্ঘ সময় টিকে থাকার সামর্থ্য ছিল না ক্যারিবিয়ানদের। ফলে, ১৯৮ রানে শেষ হয়েছে হোল্ডারদের দ্বিতীয় ইনিংস।

Loading...