loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত


সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত

বলিউড থেকে দুঃসংবাদ আসছেই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে এবার জানা গেছে, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ‘মুন্না ভাই’খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। কিছুদিন আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্জু। সুস্থ হয়ে গত ১০ অগাস্ট বাড়িতে ফিরেছিলেন তিনি। এরমধ্যেই গতকাল মঙ্গলবার তাঁর ক্যান্সারের খবর পাওয়া গেল।

চিকিৎসকরা বলছেন, সঞ্জয়ের শারীরিক অবস্থা খুবই খারাপ। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। তাঁর ক্যান্সারটি তৃতীয় ধাপে রয়েছে।

সঞ্জয় দত্তের এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে উল্লেখ করে একটি ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে বেশ ভেঙে পড়েছেন সঞ্জয়। চিকিৎসা নিতে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তিনি আরও বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, ক্যান্সারের এই পর্যায়ে সঠিক চিকিৎসা করলে তা সেরে যায়। আপাতত সেটাই আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) টুইট করে সঞ্জয় দত্ত জানান, কাজ থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন। তিনি লিখেছেন, প্রিয় বন্ধুরা, কিছু চিকিৎসা নেওয়ার জন্য কাজ থেকে আমি সাময়িক বিরতি নিচ্ছি। পরিবার ও বন্ধুরা আমার সঙ্গে রয়েছে। আমার শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি – তাঁরা যেন উদ্বিগ্ন না হয়। আপনাদের শুভকামনা ও ভালোবাসায় আমি খুব দ্রুত ফিরে আসবো।

সঞ্জয় দত্ত অভিনীত ‘সড়ক ২’ সিনেমাটি আগামী ২৮ অগাস্ট মুক্তি পেতে যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। মহেশ ভাট পরিচালিত-প্রযোজিত এতে অভিনয় করেছেন আলিয়া ভাট, পূজা ভাট ও আদিত্য রায় কাপুরসহ অনেকে।

Loading...