loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

টাইগারদের দায়িত্ব ছাড়লেন ম্যাকেঞ্জি


টাইগারদের দায়িত্ব ছাড়লেন ম্যাকেঞ্জি

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে সম্পর্কের সমাপ্তি টানলেন নেইল ম্যাকেঞ্জি। পারিবারিক কারণ দেখিয়ে টাইগারদের ব্যাটিং পরামর্শকের পদ থেকে পদত্যাগ করেছেন এই দক্ষিণ আফ্রিকান। ক্রিকইনফোকে ম্যাকেঞ্জি বলেছেন, পরিবার থেকে দূরে থাকার কারণে তিনি পদত্যাগ করেছেন। টাইগারদের অংশ হতে পেরে তিনি খুশি। বাংলাদেশ ক্রিকেটের প্রতি সব সময় তাঁর হৃদয়ে একটা সফ্ট কর্নার থাকবে।

সামনে শ্রীলংকা সফর রয়েছে। এই সফরে দলের সঙ্গে ম্যাকেঞ্জিকে রাখার পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র। সেভাবে প্রস্তুতি নেওয়াও হয়েছিল। তবে লাল বলের ব্যাটসম্যানদের কোচ হওয়ার আগেই চাকরি ছেড়ে দিলেন তিনি। বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরীর কাছে বৃহস্পতিবার পদত্যাগপত্র পাঠিয়েছেন ম্যাকেঞ্জি। করোনাভাইরাস মহামারির সময়ে পরিবার ফেলে দক্ষিণ আফ্রিকা ছাড়তে চাননি তিনি। আর এ কারণেই টাইগারদের ব্যাটিং পরামর্শকের চাকরি ছেড়ে দিয়েছেন।

২০১৮ সালের জুলাইয়ে সাদা বলের ব্যাটিং পরামর্শক হিসেবে টাইগারদের সঙ্গে কাজ শুরু করেন ম্যাকেঞ্জি। বিসিবি তাঁকে নিয়োগ দিয়েছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। তখন জাতীয় দলের প্রধান কোচ ছিলেন রোড্স। তাঁর সঙ্গে সমন্বয় করে জাতীয় দলের ব্যাটসম্যানদের নিয়ে দারুণ কাজ করেছেন ম্যাকেঞ্জি। তাঁর কাজে সন্তুষ্ট হয়ে বিশ্বকাপের পর দুই বছরের জন্য নতুন করে বিসিবি চুক্তি করেছিল।

ভারত সফরের আগে ম্যাকেঞ্জি মুমিনুলদের সঙ্গে লাল বলে কিছু দিন কাজ করেছেন। এছাড়া সবশেষ খেলা জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজেও ছিলেন। করোনাপরবর্তী শ্রীলংকা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। মুশফিক-তামিমরা ইতোমধ্যে  বিসিবির তত্ত্বাবধায়নে একক অনুশীলন করছেন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি ম্যাচ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ। বিসিবির পরিকল্পনা ছিল সফরে দলের সঙ্গে পাঠানো হবে ম্যাকেঞ্জিকেও। তার আগেই নিজ থেকে সরে দাঁড়ালেন এই দক্ষিণ আফ্রিকান।

Loading...