loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

বিমানের ফ্লাইট স্থগিতের সময় বেড়েছে


বিমানের ফ্লাইট স্থগিতের সময় বেড়েছে

তিনটি আন্তর্জাতিক গন্তব্য ছাড়া সব রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (২৫ আগস্ট) বিমানের ওয়েবসাইটে এ-তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, করোনাভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতিতে কুয়েত, কলকাতা ও দিল্লি ছাড়া অন্য সকল আন্তর্জাতিক গন্তব্যে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকবে।

দেশে করোনা-সংক্রমণের বিস্তৃতি ঘটায় গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরে, ১ জুন থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়।

ফ্লাইট-সংক্রান্ত বিস্তারিত ও হালনাগাদ তথ্য পাওয়া যাবে বিমানের ওয়েবসাইটে: www.biman-airlines.com

Loading...