loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

এইচএসসি পরীক্ষার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়


এইচএসসি পরীক্ষার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা কবে হবে – সে-বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ নিয়ে কোনো গুজবে বিভ্রান্ত না-হওয়ার অনুরোধ জানিয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

শিক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সোশাল মিডিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া ফেইসবুকে পেইজ ও প্রোফাইল (মিনিস্ট্রি অফ এজুকেশন বোর্ড) খুলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাল্পনিক তারিখ ঘোষণা করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এ-বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ-বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হলো, স্বাস্থ্যঝুঁকি থাকায় কখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে –  সে-বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি । পরীক্ষা নেবার উপযুক্ত পরিবেশ হলে তখন পরীক্ষা নেয়া হবে এবং তারিখ গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। উপযুক্ত পরিবেশ বিরাজমান হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও সিদ্ধান্ত নেয়া হবে।

ভুয়া কোনো পেইজের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বিশ্বাস না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, মিনিস্ট্রি অফ এজুকেশন বোর্ড নামের একটি ভুয়া পেইজে লেখা আছে, ‘এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত। স্বাস্থ্যবিধি মেনে অক্টোবরের ১৫ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। রুটিন প্রকাশিত হবে ১ অক্টোবর’; এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের একটি ভেরিফাইড ফেইসবুক পেইজ রয়েছে। এছাড়া অন্য কোনো পেইজের তথ্যে বিশ্বাস করে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেইসবুক পেইজ হলো https://www.facebook.com/moebdgov

Loading...