loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

দেশে ফিরেছেন সাকিব


দেশে ফিরেছেন সাকিব

দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস পরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে কাতার এয়ারওয়েইজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জানা গেছে, বনানীতে নিজ বাসাতেই থাকবেন সাকিব। কিছুদিনের মধ্যে করোনাভাইরাস পরীক্ষা করাবেন তিনি। পরীক্ষার রিপোর্টের ফলাফল ‘নেগেটিভ’ আসলেই ফিটনেস জন্য লড়াই শুরু করবেন সাকিব।

আগামী ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সাকিবের। এরপরই ক্রিকেটে ফেরার সুযোগ পাবেন তিনি। সেই লক্ষ্যে ক্রিকেটে প্রত্যাবর্তনের প্রস্তুতিটা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে করবেন সাকিব।

জুয়াড়ির তথ্য গোপন করায় গত বছরের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞায় পড়েছিলেন সাকিব।

আসন্ন শ্রীলংকা সফরে সাকিবকে দলে চায় টিম ম্যানেজমেন্ট। তবে লংকা সফরের প্রথম টেস্ট থেকে খেলার সুযোগ পাবেন না তিনি। কারণ, ২৪ অক্টোবর থেকে শুরু হবে সিরিজ। আর ২৯ অক্টোবর শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা। তবে, সিরিজের বাকী অংশে সাকিবকে পাওয়ার আশা রয়েছে দলের।

Loading...