loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন ১৭ অক্টোবর


ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন ১৭ অক্টোবর

আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের এই তফসিল ঘোষণা করেছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়ে আপিল দায়ের ২১ থেকে ২৩ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৭ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর।

তফসিল ঘোষণাকালে নির্বাচন কমিশন সচিব জানান, দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ ভোট গ্রহণ হবে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব জানান, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর স্থগিত হওয়া নির্বাচনের তারিখ ঘোষণা শুরু হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মৃত্যুবরণ করলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়েছিল। এই আসনে ভোট করার শেষ সময় ১ নভেম্বর। 

২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা-আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়। সেই অনুযায়ী, ৯০ দিনের হিসাবে ২৪ অক্টোবরের মধ্যে এই আসনে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

Loading...