loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

করোনামুক্ত ফেরদৌস ওয়াহিদ বাসায় ফিরেছেন


করোনামুক্ত ফেরদৌস ওয়াহিদ বাসায় ফিরেছেন

করোনামুক্ত হয়ে পপ তারকা ফেরদৌস ওয়াহিদ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। জানিয়েছেন শিল্পীর সহযোগী মোশাররফ আজমী। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

মোশাররফ জানান, ১ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে তাঁকে। এখন করোনামুক্ত হলেও শতভাগ সুস্থ নন তিনি। তবে, আগের চেয়ে অবস্থা এখন অনেকটা ভালোর দিকে। হাসপাতালে নেওয়ার পর ফেরদৌস ওয়াহিদকে পাঁচদিন আইসিইউতে রাখা হয়েছিল। থাকতে হয়েছে মোট ১১ দিন।

গত ২০ অগাস্ট জ্বর ও শারীরিক অন্যান্য জটিলতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন ফেরদৌস ওয়াহিদ। ৬৭ বছর বয়সী এই সংগীতশিল্পী দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বার্ধক্যজনিত বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন।

ফেরদৌস ওয়াহিদের সংগীত-ক্যারিয়ার পাঁচদশকের। দেশে যে ক’জন শিল্পী পপ ঘরানার গান প্রতিষ্ঠা ও জনপ্রিয় করার পেছনে আজীবন ব্যয় করেছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন তিনি। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে – ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘কলি থেকে ফুল’ প্রভৃতি।

Loading...