loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু


নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় আব্দুস ছাত্তার (৪০) নামের একজন ব্যক্তি হাসপাতালের আইসিইউ-তে মৃত্যুবরণ করেছেন। এ-নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শংকর পাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন আব্দুস ছাত্তার। আজ বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তাঁর মৃত্যু হয়।

ডা. পার্থ শংকর পাল জানান, ছাত্তারের শরীরে ৭০ শতাংশ পোড়া ছিল। চিকিৎসাধীন বাকি সাতজনের কেউ শঙ্কামুক্ত নন। সবাই আইসিইউতে চিকিৎসাধীন।

মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে এ-পর্যন্ত যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন – ইমাম আবদুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও তার ছেলে জুনায়েদ (১৭), দুই ভাই জোবায়ের (১৮) ও সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), মোস্তফা কামাল (৩৪), রাশেদ (৩০), হুমায়ুন কবির (৭২), জামাল আবেদিন (৪০), ইব্রাহিম বিশ্বাস (৪৩), মো. রিফাত (১৮), মাইনুউদ্দিন (১২), ফতুল্লার জয়নাল (৩৮), নয়ন (২৭), নিজাম (৩৪), রাসেল (৩৪), কাঞ্চন হাওলাদার (৫০), শিশু জুবায়ের (৭), নাদিম (৪৫), বাহার উদ্দিন (৫৫), শামীম হাসান (৪৫) জুলহাস (৩৫), মোহাম্মদ আলী (৫৫), আবুল বাশার মোল্লা (৫১), মনির ফরাজি (৩০), ইমরান হোসেন (৩০), আবদুল হান্নান (৫০) ও আব্দুস ছাত্তার (৪০)।

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে নয়টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত মসজিদে এ-বিস্ফোরণ ঘটে। মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য ছিদ্র থেকে গ্যাস বের হয়ে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন। এই ঘটনার পরে দায়িত্বে অবহেলার অভিযোগে তিতাসের আট কর্মকর্তা-কর্মচারীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Loading...