loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

সেরেনাকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে আজারেঙ্কা


সেরেনাকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে আজারেঙ্কা

যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেন টেনিসের ফাইনালে উঠেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মিডোসে সেরেনার কাছে প্রথম সেট ৬-১ ব্যবধানে হারলে, দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বেলারুশ তারকা বাকি দুই সেট জেতেন ৬-৩, ৬-৩ ব্যবধানে।

আরেক সেমিতে যুক্তরাষ্ট্রের জেনিফার ব্রাডিকে হারিয়ে নারী এককের ফাইনাল নিশ্চিত করেছেন জাপানের নাওমি ওসাকা।

৩৮ বছর পেরুনো সেরেনা গোড়ালির আঘাতে ম্যাচের মধ্যেই বসে পড়েছিলেন। চিকিৎসা-বিরতির পরে ফুরফুরে মেজাজে ছিলেন তিনি। প্রথম সেট জিতে নেন বড় ব্যবধানে। কিন্তু ধীরস্থিরভাবে ম্যাচের গতি বাড়তে দিয়ে খেলার নিয়ন্ত্রণ নেন আজারেঙ্কা।

বাকি দুই সেটে খুব বেশি লড়াই আসেনি সেরেনার কাছ থেকে। ২০১৩ সালের পরে প্রথম গ্র্যান্ড স্লামের সেমিতে উঠে নিরাশ হতে হয়নি আজারেঙ্কাকে। এই নিয়ে টানা ১১ ম্যাচ জিতলেন ৩১ বছর বয়সী তারকা। 

রোববার (১৩ সেপ্টেম্বর) ফাইনালে দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আজারেঙ্কাই থাকবেন ফেভারিট।

Loading...