loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জয় দিয়ে ওয়ানডে সুপার লিগ শুরু অস্ট্রেলিয়ার


জয় দিয়ে ওয়ানডে সুপার লিগ শুরু অস্ট্রেলিয়ার

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৯৪/৯ (ম্যাক্সওয়েল ৭৭, মার্শ ৭৩, স্টয়নিস ৪৩; ওক্স ১/৫৯, আর্চার ৩/৫৭, উড ৩/৫৪, রশিদ ২/৫৫)
ইংল্যান্ড: ৫০ ওভারে ২৭৫/৯ (বিলিংস ১১৮, বেয়ারস্টো ৮৪; হ্যাজেলউড ৩/২৬, কামিন্স ১/৭৪, জ্যাম্পা ৪/৫৫, মার্শ ১/২৯)
ফলাফল: অস্ট্রেলিয়া ১৯ রানে জয়ী
ম্যাচ-সেরা: জস হ্যাজেলউড
সিরিজ: অস্ট্রেলিয়া তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে 

১৫০ রানে পৌঁছানোর আগে পাঁচ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের দিকে এগিয়ে দিয়েছিলেন মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। অন্যদিকে, লক্ষ্য তাড়ায় শেষ পর্যন্ত লড়াই চালালেন ইংল্যান্ডের স্যাম বিলিংস। তবে, ম্যাচ-সেরা জস হ্যাজেলউড ও অ্যাডাম জ্যাম্পার বোলিং-নৈপুণ্যের বিপরীতে বিফলে গেলো তাঁর প্রথম আন্তর্জাতিক শতরান (১১৮)।

আইসিসি ওয়ানডে সুপার লিগে শুভ সূচনা করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার (১১ সেপ্টেম্বর ) রাতে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১৯ রানে হারিয়েছে অজিরা।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুক্রবার (১২ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৯৪ রান করে অস্ট্রেলিয়া। জবাবে পুরো ওভার খেলে স্বাগতিক দল নয় উইকেটে করতে পেরেছে ২৭৫ রান।

অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতে ডেভিড ওয়ার্নার ফেরেন জোফ্রা আর্চারের ডেলিভারিতে বোল্ড হয়ে। এরপর মার্ক উড ও আদিল রশিদ জ্বলে ওঠায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ১২৩ রানের মধ্যে পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফেরার পরে অজিদের টেনে তােলেন মার্শ ও ম্যাক্সওয়েল। দুজনে ষষ্ঠ উইকেটে গড়েন ১২৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। মার্শ বুঝেশুনে খেললেও ম্যাক্সওয়েল উইকেটে যাওয়ার পর থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে।

সাতে নেমে ৭৭ রান করা ম্যাক্সওয়েলকে থামান আর্চার। তাঁর ৫৯ বলের ইনিংসে ছিল চারটি করে চার ও ছয়। উডের শিকার হওয়ার আগে ১০০ বলে ছয় চারে ৭৩ রান এসেছে মার্শের ব্যাট থেকে।

ইংল্যান্ডের দুই ডানহাতি পেসার আর্চার ও উড নেন তিনটি করে উইকেট। লেগ স্পিনার রশিদের ঝুলিতে গেছে দুই উইকেট।

জবাবে স্বাগতিকদের শুরুটা ছিল হতাশাজনক। ৫৭ রানের মধ্যে চার উইকেট হারায় দলটি। এরপর ওপেনার জনি বেয়ারস্টো ও বিলিংসের ব্যাটে ঘুরে দাঁড়ান তাঁরা। চাপ সামলে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাত খুলে খেলতে থাকে এই জুটি।

শেষ ১৫ ওভারে ছয় উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন ছিল ১২৬ রান। কিন্তু ৩৬তম ওভারের দ্বিতীয় বলে জ্যাম্পা বেয়ারস্টোকে বিদায় করলে ছন্দ হারান তাঁরা। পরে আর কেউ সঙ্গ দিতে পারেননি বিলিংসকে, গড়ে ওঠেনি কোনো জুটি।

ক্যারিয়ার-সেরা ইনিংসে ১১০ বলে ১১৮ রান করেন বিলিংস। তাঁর ইনিংসে ছিল ১৪ চার ও দুই ছক্কা। বেয়ারস্টোর ব্যাট থেকে এসেছে ৮৪ রান। ১০৭ বলের ইনিংসে চারটি করে চার ও ছয় মারেন তিনি।

নিয়ন্ত্রিত বোলিংয়ে তিন উইকেট নেন হ্যাজেলউড। ওভারের কোটা সম্পূর্ণ করতে তিনটি মেডেনসহ মাত্র ২৬ রান দেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে অজিদের ব্রেক থ্রু দেওয়া জ্যাম্পা চার উইকেট পান ৫৫ রান খরচায়।

রোববার (১৩ সেপ্টেম্বর) একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

Loading...