loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঈদ-নববর্ষের ছুটি শেষে অফিস খুলেছে

  • লিভারপুল ও আর্সেনালের পরাজয়ে ম্যানসিটিই শীর্ষে

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

  • শিল্পকলা একাডেমিতে বর্ষবরণ

  • আনন্দমুখর পরিবেশে বঙ্গাব্দ-১৪৩১ বরণ-উৎসব উদযাপিত

অভিনেতা সাদেক বাচ্চু আর নেই


অভিনেতা সাদেক বাচ্চু আর নেই

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু আর নেই। আজ দুপুরে তিনি রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সাদেক বাচ্চুর পরিবার সূত্রে জানা গেছে, ঠান্ডা-জ্বরে আক্রান্ত হলে গত ৭ সেপ্টেম্বর এই অভিনেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১১ সেপ্টেম্বর তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে একদিন পরে পারিবারিক সিদ্ধান্তে তাঁকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি কোভিড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি ছিলেন।

গত রোববার থেকে অবস্থা সঙ্কটাপন্ন ছিল সাদেক বাচ্চুর। শতভাগ অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। রোববার দুপুরে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড বসেছিল। তারপর চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়। তবে শেষ রক্ষা হয়নি।

সাদেক বাচ্চু প্রায় ৫০ বছরের ক্যারিয়ারে ৫০০র বেশি ছবিতে অভিনয় করেছেন। ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘রামের সুমতি’ ছবির মাধ্যমে ঢাকাই সিনেমায় তাঁর অভিষেক। সিনেমার বাইরেও দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি নাটকে বিচরণ ছিল তাঁর। নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের সুবাদে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। 

মঞ্চ নাটক দিয়ে শুরু হয় তাঁর অভিনয়-জীবন। মতিঝিল থিয়েটারের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। সভাপতিও ছিলেন। বেতারে এক সময় অসংখ্য নাটক করেছেন। বেতারের ‘খেলাঘর’ তাঁর আলোচিত একটি নাটক। টেলিভিশন নাটকে প্রথম অভিনয় করেন ১৯৭৪ সালে। নাটকটির নাম ছিল ‘প্রথম অঙ্গীকার’।

১৯৫৫ সালের ১ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন গুণী এই অভিনেতা। তিনি দীর্ঘদিন বাংলাদেশ ডাক বিভাগেও চাকরি করেছেন।

Loading...