loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

লঙ্কান বোর্ডের শর্ত মেনে টেস্ট খেলা সম্ভব না: বিসিবি


লঙ্কান বোর্ডের শর্ত মেনে টেস্ট খেলা সম্ভব না: বিসিবি

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলংকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেদেশের ক্রিকেট বোর্ডের বেঁধে দেয়া শর্তাবলি মেনে নেয়া অসম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ পরিচালনা পর্ষদ ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে হওয়া এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে এসএলসিকে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এসএলসি যে-শর্তাবলি দিয়েছে – তা বিরল এবং শ্রীলংকার বোর্ড যদি এই শর্তে অনড় থাকে, তাহলে সফর করা সম্ভব নয়।

শ্রীলংকার ক্রিকেট বোর্ডের শর্ত মেনে সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি নাজমুল হাসান পাপন। মিরপুরে হোম অফ ক্রিকেটে সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এমনটি জানান তিনি।

শ্রীলঙ্কা সফরের জন্য পুরোদমে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরটি অনেক আগেই নিশ্চিত করা হয়েছে। করোনাকালে জাতীয় দলের এই সফর বেশ গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার করোনা-পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। তবে, তা সত্ত্বেও বেশ সতর্ক সেখানকার সরকার। টাইগারদেরও তাই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

শ্রীলঙ্কা সফরে বিসিবি’র চাওয়া ছিল – ক্রিকেটারদের জন্য সাতদিনের কোয়ারেন্টিন। পাশাপাশি অনুশীলনও চালিয়ে যাওয়া। তবে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় পক্ষ থেকে সেদেশের বোর্ড জানিয়েছে, ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে এবং এরমধ্যে অনুশীলন করা যাবে না।

পাপন বলেছেন, ওরা যে-নিয়ম কানুন বেঁধে দিয়েছে – তা ইতিহাসে বিরল। এটা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্ভব না।

‘এরপর তাঁরা যদি বলে, আসেন আলাপ আলোচনা করি, কি কি মানা যায়, না যায়। তখন আমরা বলবো – কি কি শর্ত রয়েছে, কি কি শিথিল করতে হবে। সেটা পরে আলাপ আলোচনার মাধ্যমে হতে পারে। কিন্তু এই অবস্থায় খেলা হবে না – এটা তাঁদের বোঝা উচিৎ। আমরা আমাদের সিদ্ধান্তের ব্যাপারে তাঁদের জানিয়ে দিয়েছি।’

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের।

Loading...