loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

সিটি কর্পোরেশন নির্বাচন মেয়াদের তিনমাস আগে করার সিদ্ধান্ত


সিটি কর্পোরেশন নির্বাচন মেয়াদের তিনমাস আগে করার সিদ্ধান্ত

মন্ত্রিসভা সোমবার (১৪ সেপ্টেম্বর) সিটি কর্পোরেশন নির্বাচন মেয়াদ শেষ হওয়ার তিনমাস আগে অনুষ্ঠানের সিদ্ধান্তসহ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধনী) আইন-২০২০ নীতিগতভাবে অনুমোদন করেছে। বর্তমানে সিটি কর্পোরেশনগুলোর মেয়াদ শেষ হওয়ার ছয়মাস আগে নির্বাচন হয়ে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। 

বৈঠকে প্রতি বছর ৮ আগস্ট বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন রাষ্ট্রীয়ভাবে পালনের একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের পরে সাংবাদিকদের এ-বিষয়ে ব্রিফ করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভা কিছু পরিবর্তনসহ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধনী) আইন-২০২০ নীতিগতভাবে অনুমোদন করেছে। তিনি বলেন, বর্তমানে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার ছয়মাস আগে নির্বাচন হয়ে থাকে। মন্ত্রিসভা তা পরিবর্তন করে তিনমাস আগে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত আইনে নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণের ১৫ দিনের মধ্যে তাঁদের প্রথম বৈঠক করতে হবে। প্রথম বৈঠকের পরে আইনের অন্যান্য ধারায় যা কিছুই থাকুক না কেন – আগের নেতৃত্বের মেয়াদ শেষ হয়ে যাবে বলে তিনি জানান।

তিনি বলেন, ছয়মাস, অর্থাৎ – ১৮০ দিন বেশ দীর্ঘসময় হওয়ায় তা পরিবর্তন করে তিনমাস করা হয়েছে। এমনকি নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের পরেও দায়িত্ব গ্রহণের জন্য অপেক্ষা করতে হয়।

খসড়া আইনে মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পালনকালে বার্ষিক ছুটির মেয়াদ তিনমাস থেকে কমিয়ে একমাস নির্ধারণ করা হয়েছে।

Loading...