loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

শিগগিরই ঘরোয়া ক্রিকেট শুরু করতে চায় বিসিবি


শিগগিরই ঘরোয়া ক্রিকেট শুরু করতে চায় বিসিবি

শ্রীলংকা সফর যদি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়, তাহলে খুব দ্রুতই ঘরোয়া ক্রিকেট শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলংকার নির্ধারণ করে দেয়া শর্তগুলো বিসিবি প্রত্যাখ্যান করায় বাতিল হয়ে যেতে পারে বাংলাদেশ দলের লংকা সফর। গতকাল সোমবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে এক বৈঠক শেষে বিসিবি-সভাপতি নাজমুল হাসান এই সিদ্ধান্তের কথা জানান। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বিসিবি-প্রধান বলেন, তাঁরা তাঁদের সিদ্ধান্তের কথা ইতোমধ্যে লংকানদের জানিয়ে দিয়েছেন। শ্রীলংকা শুধু তাঁদের শর্তগুলো পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করলেই আরেকটি বৈঠক হতে পারে। পাপন আরও বলেছেন, শ্রীলংকা যদি তাঁদের শর্ত পরিবর্তনে রাজি না হয়, তাহলে বোর্ড চেষ্টা করবে যতো দ্রুত সম্ভব ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরাতে। 

করোনা-মহামারির কারণে প্রথম পর্ব শেষ হওয়ার পরে মার্চের মধ্যভাগ থেকে স্থগিত রয়েছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। পাপন বলেন, ‘আমরা শ্রীলংকা সিরিজের পরিবর্তিত সিরিজ নিয়ে এখনো ভাবিনি। তবে একটি বিষয় ভেবেছি সেটি হচ্ছে যেভাবেই হোক ক্রিকেটকে মাঠে ফেরানো। এজন্য আমরা কিছু একটা করতে চাই।’

‘কোনো আন্তর্জাতিক দল আমাদের সঙ্গে খেলবে কি-না – সেটি এখনো নিশ্চিত নই। তবে আমরা শিগগিরই ঘরোয়া ক্রিকেট শুরু করতে চাই। সেটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে...। কোচিং স্টাফরা ফিরে এসেছেন। ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে খেলায় নেই। সুতরাং আমাদেরকে কিছু একটা পরিকল্পনা করতে হবে।’

ইতোমধ্যে বিসিবি’র ব্যবস্থাপনায় ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। প্রাথমিকভাবে শ্রীলংকা সফর টার্গেট করেই অনুশীলন করছেন তাঁরা।

Loading...