loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন শুরু


ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন শুরু

স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে বাংলাদেশ রেলওয়ে সকল ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন শুরু করেছে। সকাল থেকেই সকল ট্রেন শতভাগ যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

রেলের ৫০ শতাংশ ট্রেনের টিকিট অনলাইন ও ৫০ শতাংশ কাউন্টারে বিক্রি করা হচ্ছে। তবে, করোনা-সংক্রমণ ঠেকাতে সতর্কতা হিসেবে কোনো স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে না।

করোনা-পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরবর্তীতে কয়েক দফায় আরও বেশকিছু ট্রেন চলাচল শুরু হয়। 

এছাড়া, করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি ট্রেনে আসন-সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছিল, যা আগে সবগুলোই অনলাইনে বিক্রি হতো। এরপরে গত ১২ সেপ্টেম্বর থেকে ৫০ শতাংশ টিকিটের অর্ধেক, অর্থাৎ মোট আসনের ২৫ শতাংশ কাউন্টারের মাধ্যমে বিক্রি করা শুরু হয়। বাকি অর্ধেক, অর্থাৎ ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইনে ইসু করা হচ্ছিল।

Loading...