loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

করোনায় মৃত্যু নয় লাখ ৩৯ হাজার, আক্রান্ত দুই কোটি সাড়ে ৯৭ লাখ


করোনায় মৃত্যু নয় লাখ ৩৯ হাজার, আক্রান্ত দুই কোটি সাড়ে ৯৭ লাখ

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে নয় লাখ ৩৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দুই কোটি সাড়ে ৯৭ লাখের বেশি। অন্যদিকে, সুস্থও হয়েছেন দুই কোটি দুই লাখের বেশি মানুষ। আজ বৃহস্পতিবার জন্স হপকিন্স ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ-তথ্য জানিয়েছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৭ লাখ ৬৩ হাজার ৮১১ জন এবং মারা গেছেন নয় লাখ ৩৯ হাজার ৪৫৬ জন। সুস্থ হয়েছেন দুই কোটি দুই লাখ ২৫ হাজার ১৪৫ জন।

করোনায় এ-পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৫ লাখ ১৯ হাজার ৫৫৪ জন এবং মারা গেছেন এক লাখ ৯৪ হাজার ৭৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২৫ লাখ ২৫ হাজার ৫৭৩ জন।

যুক্তরাষ্ট্রের পরে সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ১৯ হাজার ৮৩ জন, মারা গেছেন এক লাখ ৩৪ হাজার ১০৬ জন এবং সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৪৫ হাজার ৪৬৪ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো। সেখানে করোনা-আক্রান্ত হয়ে এ-পর্যন্ত ৭১ হাজার ৯৭৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৮০ হাজার ৯৩১ জন। এছাড়া, সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৭৪ হাজার ২০৩ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে কোভিড-আক্রান্ত হয়ে এ-পর্যন্ত ৪১ হাজার ৭৭৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন লাখ ৮০ হাজার ৬৭৭ জন। সুস্থ হয়েছেন দুই হাজার ১৯০ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ২০ হাজার ৩৫৯ জন, মারা গেছেন ৮২ হাজার ৬৬ জন এবং সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৪২ হাজার ৩৬০ জন।

করোনা-সংক্রমণ বাড়ছে রাশিয়া, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা ও চিলিতেও। রাশিয়ায় এ-পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭৫ হাজার ৪৮৫ জন, মারা গেছেন ১৮ হাজার ৮৫৩ জন এবং সুস্থ হয়েছেন আট লাখ ৮৭ হাজার ৫৫৭ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন সাত লাখ ৩৮ হাজার ২০ জন, মারা গেছেন ৩০ হাজার ৯২৭ জন এবং সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৮০ হাজার ৭৫৩ জন।

কলাম্বিয়ায় আক্রান্তের সংখ্যা সাত লাখ ৩৬ হাজার ৩৭৭ জন, মৃত্যু ২৩ হাজার ৪৭৮ জনের এবং সুস্থ হয়েছেন ছয় লাখ ১০ হাজার ৭৮ জন।  চিলিতে আক্রান্ত হয়েছেন চার লাখ ৩৯ হাজার ২৮৭ জন, মারা গেছেন ১২ হাজার ৫৮ জন এবং সুস্থ হয়েছেন চার লাখ ১১ হাজার ৮৫৩ জন।

দক্ষিণ আফ্রিকায় এ-পর্যন্ত আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৫৩ হাজার ৪৪৪ জন, মারা গেছেন ১৫ হাজার ৭০৫ জন এবং সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৮৪ হাজার ১৯৫ জন। 

ইরানে আক্রান্ত হয়েছেন চার লাখ ১০ হাজার ৩৩৪ জন, মারা গেছেন ২৩ হাজার ৬৩২ জন এবং সুস্থ হয়েছেন তিন লাখ ৫২ হাজার ১৯ জন।  তুরস্কে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯৬ হাজার ৩৯১ জন, মারা গেছেন সাত হাজার ২৪৯ জন এবং সুস্থ হয়েছেন দুই লাখ ৬২ হাজার ৬০২ জন।

স্পেনে এ-পর্যন্ত আক্রান্ত হয়েছেন ছয় লাখ ১৪ হাজার ৩৬০ জন, মারা গেছেন ৩০ হাজার ২৪৩ জন এবং সুস্থ হয়েছেন এক লাখ ৫০ হাজার ৩৭৬ জন।  ফ্রান্সে আক্রান্ত হয়েছেন চার লাখ ৪৩ হাজার ৮৬৯ জন, মারা গেছেন ৩১ হাজার ৫৬ জন এবং সুস্থ হয়েছেন ৯১ হাজার ২৯৩ জন। 

ইতালিতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯১ হাজার ৪৪২ জন, মারা গেছেন ৩৫ হাজার ৬৪৫ জন এবং সুস্থ হয়েছেন দুই লাখ ১৫ হাজার ২৬৫ জন।  জার্মানিতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬৬ হাজার ৮৬৯ জন, মারা গেছেন নয় হাজার ৩৭৩ জন এবং সুস্থ হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৬২৩ জন।

ভাইরাসটির প্রাদুর্ভাবস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ২৫৩ জন, মারা গেছেন ৪ হাজার ৭৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ১৫৪ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এ-পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত তিন লাখ ৪২ হাজার ৬৭১ জনকে শনাক্ত করা হয়েছে। মৃত্যু হয়েছে চার হাজার ৮২৩ জনের। সুস্থ হয়েছেন দুই লাখ ৪৭ হাজার ৯৬৯ জন।

সংবাদে প্রকাশ, কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চলছে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারতসহ কয়েকটি দেশে।

Loading...