loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বার্সার হয়ে দুই গোল করলেন মেসি


বার্সার হয়ে দুই গোল করলেন মেসি

প্রাক-মৌসুম ক্লাব প্রীতিম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়েছেন ফুটবল ক্লাব বার্সেলোনা। বুধবার (১৬ সেপ্টেম্বর) জিরোনার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে দুই গোল করেছেন লিওনেল মেসি। 

২১ মিনিটে রোনাল্ড কোম্যানের দলকে এগিয়ে দিয়েছিলেন ফিলিপ কটিনিয়ো। মেসি ও নতুন চুক্তিভুক্ত ফ্রান্সিসকো ট্রিন্কাওর মাঝ দিয়ে দুর্দান্ত দক্ষতায় গোলটি করেন কটিনিয়ো। এর আগে শুরুতেই তাঁর একটি শট ক্রসবারে লেগে ফেরত আসে। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মেসি। গত মাসে ক্লাব ছাড়তে ব্যর্থ হবার পর এটাই বার্সেলোনা হয়ে মেসির প্রথম গোল।

দ্বিতীয়ার্ধ শুরুর মিনিটখানেকের মধ্যেই জিরোনার হয়ে এক গোল পরিশোধ করেন স্যামু সিয়াজ। কিন্তু ৫১ মিনিটে বার্সা-অধিনায়ক আবারো গোল করলে দলের জয় নিশ্চিত হয়। এবারও বক্সের বাইরে থেকে মেসির শক্তিশালী শট জালে যায়।

গত শনিবার প্রথম প্রীতিম্যাচে জিমন্যাস্টিক ডি টারাগোনার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচটি থেকে চারটি পরিবর্তন করে দল সাজিয়েছিলেন কোম্যান। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি নয়টি পরিবর্তন করেন। এ-সময় তিনি শুধুমাত্র মূলদল থেকে ডিফেন্ডার রোনাল্ড আরোজু ও গোলরক্ষক নেটোকে মাঠে রেখেছিলেন।

প্রথম ম্যাচের চেয়ে গতকাল বার্সেলোনাকে আরও বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। মেসি ছিলেন স্বচ্ছন্দ্য, পর্তুগিজ ট্রিনাকোও আত্মবিশ্বাস দেখিয়েছেন। টিনএজার পেড্রি ছিলেন বার্সার সবচেয়ে আত্মবিশ্বাসী বদলি খেলোয়াড়। মাঠে নামার পরে পরপর তিনটি শট নিয়েছেন। এর মধ্যে দু’টি শট কোনোরকমে রুখে দেন জিরোনা গোলরক্ষক হোসে সুয়ারেজ।

আগামী শনিবার শেষ প্রস্তুতি ম্যাচে লা লিগায় উন্নীত দল এলচের মুখোমুখি হবে বার্সা। পরের সপ্তাহে ভিয়ারেলের বিপক্ষে নতুন মৌসুম শুরু করবে।

Loading...