loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

জার্মান লিগে শালকার জালে বায়ার্নের আট গোল


জার্মান লিগে শালকার জালে বায়ার্নের আট গোল

এ-বছর ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অন্যতম শক্তিশালী দল এফ.সি. বার্সেলোনাকে আট গোলের মালা উপহার দিয়েছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ । চলতি মৌসুমেও সেই ছন্দ ধরে রেখেছে দলটি। বুন্ডেসলিগার অভিষেক ম্যাচে শালকা ০৪ কে উড়িয়ে শুরু করেছে শিরোপাধারীরা।

গতকাল শুক্রবার আলিয়াঞ্জ অ্যারেনায় আসরের উদ্বোধনী ম্যাচে শালকাকে ৮-০ গোলে হারিয়েছে বায়ার্ন। বুন্ডেসলিগার ইতিহাসে উদ্বোধনী ম্যাচে তো বটেই, প্রথম সপ্তাহে এতো বড় জয়ের রেকর্ড আর নেই।

এদিন অসাধারণ এক হ্যাটট্রিক করেছেন দারুণ ছন্দে থাকা সার্জ গন্যাব্রি। এছাড়া, গোল পেয়েছেন লিয়ন গোরেটস্কা, থমাস মুলার, লেরয় সানে ও জামাল মুসিয়ালা। জশুয়া কিমিচ, নতুন সাইনিং সানে ও লেভানডস্কি দু’টি করে এসিস্ট করেছেন।

সব প্রতিযোগিতা মিলে এ-নিয়ে টানা ২২ ম্যাচ জিতলো ক্লাবটি; ৩১ ম্যাচ ধরে অপরজিত। সবশেষ গত বছরের ৭ ডিসেম্বরে বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে হেরেছিল গত মৌসুমের ট্রেবলজয়ীরা।

এদিন ম্যাচের ব্যবধান আরও বড় হতে পারতো। বেশ কিছু দারুণ সেইভ করেছেন শালকা গোলরক্ষক লার্ফ ফাহরমান। বারপোস্টে লেগেও ফিরে এসেছে। যদিও শুরুতেই পিছিয়ে পড়তে পারতো বায়ার্ন। প্রথম মিনিটেই গন্সালো পেকেইন্সিয়ার শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার।

চতুর্থ মিনিটে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন গন্যাব্রি। উনবিংশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গোরেটস্কা। ৩১তম মিনিটে স্পট কিক থেকে গোল পান লেভানডস্কি। ডি-বক্সের মধ্যে তাঁকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তিন গোলে এগিয়ে থেকে বিরতিতে যান মুলাররা।

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে আরও চেপে ধরে বায়ার্ন। ১৪ মিনিটের মধ্যেই দুটি গোল করে হ্যাটট্রিক করেন গন্যাব্রি। এরপর গোলদাতার তালিকায় যোগ দেন মুলার, সানে ও ১৭ বছর বয়সী মুসিয়ালা। 

শেষ পর্যন্ত ৮-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক ক্লাবটি।

Loading...