loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র


টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী জনপ্রিয় চীনের ভিডিও অ্যাপ টিকটক ও মেসেজিং অ্যাপ উইচ্যাট নিষিদ্ধ করতে চলেছে যুক্তরাষ্ট্র। রোববার (২০ সেপ্টেম্বর) থেকে কোনো অ্যাপস্টোর থেকে যুক্তরাষ্ট্রের কোনো অধিবাসী এই দু’টি অ্যাপ ডাউনলোড করতে পারবেন না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ-খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

তবে যাঁরা ইতোমধ্যে অ্যাপ দু’টি ডাউনলোড করে চালাচ্ছেন, তাঁরা ব্যবহার চালিয়ে যেতে পারলেও তা হালনাগাদ (আপডেট) করতে পারবেন না বলে জানানো হয়েছে।  

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের টানাপড়েন নতুন বিষয় নয়। করোনার প্রকোপ শুরুর পরে সেটা আরো খারাপের দিকে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম থেকেই এই ভাইরাসের জন্য চীনকে দোষারোপ করে আসছেন। দেশের তথ্য পাচার হতে পারে – এই আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্রে অ্যাপ দু’টির ব্যবসা কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে, তাতে সাড়া মেলেনি। এর পরেই চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। 

Loading...