loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

শ্রীলংকা সিরিজ সামনে রেখে টাইগারদের স্কিল ট্রেনিং শুরু


শ্রীলংকা সিরিজ সামনে রেখে টাইগারদের স্কিল ট্রেনিং শুরু

১৯৮ দিন পরে গ্রুপে স্কিল ট্রেনিং করার সুযোগ পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। রোববার (২০ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্কিল ট্রেনিং শুরু হয়েছে। স্কিল ক্যাম্পের জন্য ২৭জন ক্রিকেটার ডাক পেয়েছেন। প্রথম দিন ১৬ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন। বাকীরা সোমবার থেকে যোগ দেবেন বলে বিসিবির কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন।

গত মার্চের মাঝামাঝি থেকে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার পর থেকে দেশে ক্রিকেট-কার্যক্রম বন্ধ হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ব্যক্তিগত অনুশীলনের আয়োজন করলে গত ১৯ জুলাই মাঠে ফেরেন টাইগাররা। বিভিন্ন ভেনুতে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যান তাঁরা। তবে, শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি দ্রুতই এগিয়ে আসায় বিসিবি গ্রুপ অনুশীলন শুরু করেছে সুরক্ষিত পরিবেশে।

ক্যাম্প শুরুর আগে করোনা-পরীক্ষায় সকল ক্রিকেটারেরই নেগেটিভ ফলাফল এসেছে। জীবানু-সুরক্ষিত পরিবেশে হোটেল সোনারগাঁওয়ে ক্রিকেটার ও কোচিং স্টাফদের পাঠাচ্ছে বিসিবি, যেখানে তাঁদের জন্য দু’টি তলা ভাড়া নেয়া হয়েছে।

হোটেল সোনারগাঁওয়ের সুরক্ষিত পরিবেশে যাঁরা খেলোয়াড়দের সেবা দেবেন – এমন ৩৫জন কর্মীরও করোনা-পরীক্ষা করা হয়েছে। ক্রিকেটারদের জন্য দু’টি বাস প্রস্তুত করা হয়েছে। বাস দু’টি খেলোয়াড়দের অনুশীলনের জন্য হোটেল থেকে স্টেডিয়াম ও স্টেডিয়াম থেকে হোটেলে যাতায়াত করবে। দু’টি বাসের চালক ও অন্যান্যরাও সুরক্ষিত পরিবেশে থাকবেন।

অনুশীলন শুরুর আগে ক্রিকেটারদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন কোচ রাসেল ডোমিঙ্গো। এরপর দু’টি দলে ভাগ হয়ে ২০ মিনিট ক্রিকেটাররা ফুটবল ম্যাচ খেলেন। ফুটবল নিয়ে ঘাম ঝড়ানোর পরে স্কিল ট্রেনিং শুরু করেন তাঁরা।

ব্যাটিং ও স্পিন কোচ ছাড়াই স্কিল ক্যাম্প শুরু হয়েছে। পিতার মৃত্যুর কারণে ব্যাটিং পরামর্শক হিসেবে টাইগারদের দায়িত্ব নিতে পারছেন না ক্রেইগ ম্যাকমিলান। তবে, ভেট্টোরি যোগদানের বিষয়ে এখনো জানাতে পারেননি। অবশ্য, এর আগে ভেট্টোরি জানিয়েছিলেন, শ্রীলংকায় দলের সাথে যোগ দেবেন তিনি।

কিন্তু কোয়ারেন্টিন ইসুতে বাংলাদেশ দলের শ্রীলংকা সফর অনিশ্চিত হয়ে যাওয়ায়, ভেট্টোরি আগে বাংলাদেশে আসবেন বলে জানিয়েছে বিসিবি।

বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার নিক লি’র সাথে ক্যাম্পের দেখাশোনা করছেন প্রধান কোচ ডোমিঙ্গো।

টেস্ট অধিনায়ক মোমিনুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে আমরা দূরে ছিলাম। তাই স্কিল ক্যাম্পটি অপরিহার্য ছিলো।’

তিনি আরও বলেন, ‘স্কিল ক্যাম্প শুরু হওয়াটা অবশ্যই ভালো খবর। আমরা আমাদের টেকনিক, টেম্পারমেন্ট স্কিল নিয়ে কোচের সাথে কাজ করছি।’

স্পিন ও ব্যাটিং কোচ ছাড়া স্কিল ক্যাম্প শুরুতে কোনো সমস্যা দেখছেন না মোমিনুল। তিনি বলেন, ‘এর আগেও বিশেষজ্ঞ কোচ ছাড়া আমরা স্কিল ট্রেনিং করেছি আমরা। মূল বিষয় হলো – দক্ষতা নিয়ে কাজ করা। সকলেই তাদের নিজস্ব শক্তি ও দক্ষতা সম্পর্কে জানে। এখন ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং অনুশীলন করা। এতে বিশেষজ্ঞ কোচ থাকা ভালো, তবে বাধ্যতামূলক নয়। স্কিল ট্রেনিংএর অর্থ হলো – স্কিল নিয়ে কাজ করা।’

Loading...