loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

সাদিও মানের দুই গোলে চেল্সিকে হারালো লিভারপুল


সাদিও মানের দুই গোলে চেল্সিকে হারালো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের অভিষেক ম্যাচে সদ্য উঠে আসা লিড্স ইউনাইটেডের বিপক্ষে বেশ ঘাম ঝরিয়ে জিততে হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে। অবশ্য দ্বিতীয় ম্যাচে তুলনামূলক সহজ জয়ই পেয়েছে ক্লাবটি। সাদিও মানের দুই গোলে শিরোপার অন্যতম প্রতিদ্বন্দ্বী চেল্সিকে হারাতে বেগ পেতে হয়নি দলটিকে। স্ট্যামফোর্ড ব্রিজে রোববার (২০ সেপ্টেম্বর) চেল্সিকে ২-০ গোলে হারায় লিভারপুল।

এদিন একটি লালকার্ডেই বদলে দিয়েছে ম্যাচের মোড়। প্রথমার্ধে লড়াই হয়েছিল সমান তালে। এই অর্ধে গোল করার মতো সুযোগ পেয়েছিল ব্লুজরাই। ৩২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া টিমো ভার্নারের শট অল্পের জন্য পোস্ট ঘেষে চলে যায়। পাঁচ মিনিট পরেই দিনের সেরা সুযোগটি নষ্ট করেন এই জার্মান তারকা। নিজের অর্ধ থেকে বাড়ানো বল ধরে ফাঁকায় থাকা ভার্নারকে পাস দিয়েছিলেন কাই হাভার্টজ। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মারেন তিনি।

প্রথমার্ধের শেষ দিকে বড়সড় এক ধাক্কা খায় চেল্সি। ফাঁকায় এগিয়ে যাওয়া মানেকে পেছনে থেকে আটকে রেখে লালকার্ড দেখেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। যদিও শুরুতে হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি। পরে ভিএআর-এর সাহায্য নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।

১০ জনের দল নিয়ে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে চেল্সি। পাঁচ মিনিট পরেই এগিয়ে যায় লিভারপুল। মোহাম্মদ সালাহর সঙ্গে দেওয়া নেওয়া করে ডি-বক্সে দারুণ এক কাটব্যাক করেন রবার্তো ফিরমিনো। লাফিয়ে উঠে দারুণ হেডে বল জালে জড়ান মানে (১-০)।

দুই মিনিট পরে বিপদ ডেকে আনেন চেল্সি গোলরক্ষক কেপা আরিজাবালাগা। সতীর্থকে পাস দিতে গিয়ে ভুল করে ফেলেন তিনি; ফলে বল ধরে ফেলে মানে। আর ফাঁকায় বল পেয়ে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি এই ফরোয়ার্ড (২-০)।

৬৫তম মিনিটে অবশ্য দারুণ এক সেইভ করেছেন কেপা। জিওর্জিনো উইনালদামের জোরালো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন তিনি। দুই মিনিট পরে ভালো সুযোগ ছিল চেল্সিরও। ম্যাসন মাউন্টের দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

৭৩তম মিনিটে ব্যবধান কমানোর সহজ সুযোগ নষ্ট করেন জর্জিনিয়ো। তাঁর স্পটকিক ফিরিয়ে দেন গোলরক্ষক অ্যালিসন বেকার। ডি-বক্সের মধ্যে ভের্নারকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। চেল্সির জার্সি গায়ে এটাই জর্জিনিয়োর প্রথম পেনাল্টি মিস করা।

৮৩তম মিনিটে ব্যবধান কমানোর আরেকটি সুযোগ পায় চেল্সি। তবে, বদলি খেলোয়াড় টমি আব্রাহামের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন অ্যালিসন।

ম্যাচের শেষ মুহূর্তে হ্যাটট্রিক প্রায় হয়েই গিয়েছিল মানের। দূরপাল্লার অসাধারণ এক শট নিয়েছিলেন সেনেগালের এই ফরোয়ার্ড; কিন্তু তাঁর প্রচেষ্টা ব্যর্থ করে দেন চেল্সি গোলরক্ষক কেপা। পরের মিনিটে সালাহ-ও ভালো সুযোগ পেয়েছিলেন। কিন্তু তাঁকে ফিরিয়ে দিয়েছেন গোলরক্ষক।

Loading...