loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

দেশে করোনায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে, সুস্থ ২,৬০,৭৯০ জন


দেশে করোনায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে, সুস্থ ২,৬০,৭৯০ জন

বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের ১৯৯তম দিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে এবং এ-পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৭৯০ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২৮ জন মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃতের সংখ্যা ছিল ৪০। দেশে এ-পর্যন্ত কোভিড-১৯ এ মৃত্যুবরণ করলেন ৫,০০৭ জন। করোনা-শনাক্ত বিবেচনায় আজ মৃত্যুর হার ১.৪২ শতাংশ। গত ২০ সেপ্টেম্বর থেকে মৃত্যুর এই হার বিদ্যমান রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৪,১৬৪ জনের নমুনা পরীক্ষায় ১,৫৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১৩,০৫৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১,৭০৫ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.৯৯ শতাংশ। আগেরদিন এই হার ছিল ১৩.০৬ শতাংশ।

দেশে এ-পর্যন্ত ১৮ লাখ ৪৮ হাজার ৪৮৭ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯.০৫ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৯.১১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২,০৭৩ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ২,১৫২ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪.০৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭৩.৭৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা-শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪,২৪৪ জনের। আগেরদিন সংগৃহীত হয়েছিল ১২,৯৬৭ জনের। গত ২৪ ঘন্টায় দেশের ১০২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে।

Loading...