loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবলার নওশের


চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবলার নওশের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের স্ট্রাইকার নওশেরুজ্জামান। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরে গত এক সপ্তাহ ধরে ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন নওশের। জানা গেছে, কোনো আশা না দেখে সোমবার রাতে তাঁর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

দুই সপ্তাহ আগে তিনি ও তাঁর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হন। স্ত্রী সুস্থ হয়ে গেলেও আর ফিরতে পারেননি নওশের।

সংবাদে প্রকাশ, করোনায় আক্রান্ত হওয়ার পর নওশেরুজ্জামানকে শুরুতে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাঁকে নেওয়া হয় গ্রিন লাইফ হাসপাতালে। পরে লাইফ সাপোর্টে রাখতে নেওয়া হয়েছিল ইবনে সিনা হাসপাতালে।

গুণী এই ফুটবলারের চিকিৎসার সম্পূর্ণ ভার নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দলের হয়ে ফুটবল খেলা শুরু করেন নওশের। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ক্রিকেটও খেলতেন তিনি। সাবেক ক্রিকেটার রকিবুল হাসানের সঙ্গে ইনিংস ওপেনও করেছেন।

সব্যসাচী এই ক্রীড়াবিদ মোহামেডানের হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করারও রেকর্ড গড়েছিলেন।

তবে সব ছাপিয়ে ১৯৭১ সালে ২১ বছর বয়েসে স্বাধীন বাংলা ফুটবল দলে যোগ দেওয়ার জন্য বিখ্যাত হয়ে আছেন তিনি। ফুটবল খেলে বাংলাদেশের মুক্তি সংগ্রামে সক্রিয়ভাবে অবদান রেখেছেন নওশের।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নিজ জেলা চাঁদপুরে নওশেরুজ্জামানের দাফন সম্পন্ন হওয়ার কথা।

Loading...