loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

পবিত্র ওমরাহ চার ধাপে চালু হচ্ছে


পবিত্র ওমরাহ চার ধাপে চালু হচ্ছে

অবশেষে পুনরায় চালু হচ্ছে পবিত্র ওমরাহ। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ আছে মুসলমানদের এই আনুষ্ঠানিক ইবাদত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চারটি ধাপে পবিত্র ওমরাহ পালনের জন্য মসজিদুল হারাম এবং মহানবী (সা.) এর রওজা মোবারক জিয়ারতের জন্য মাসজিদে নববী খুলে দেওয়া হবে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

৪ অক্টোবর থেকে প্রথম ধাপে শুধু সৌদির অভ্যন্তরে বসবাসরত সৌদি নাগরিক এবং বিদেশিরা স্বাস্থ্য-সতর্কতা মেনে ওমরাহ পালন করতে পারবেন। তবে দিনে ছয় হাজার জনের বেশি নয়। 

১৮ অক্টোবর থেকে দ্বিতীয় ধাপে শুধু সৌদির অভ্যন্তরে বসবাসরত সৌদি নাগরিক এবং বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। তবে, তা হবে ধারণক্ষমতার ৭৫ ভাগ।

১ নভেম্বর থেকে তৃতীয় ধাপে সৌদির অভ্যন্তরের এবং বাইরের সৌদি নাগরিক ও বিদেশিরা স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ করতে পারবেন (ধারণক্ষমতার শতভাগ)।

‘করোনা শেষ হয়েছে’ – এমন ঘোষণা দেওয়ার পরে শুরু হবে চতুর্থ ধাপ। এই ধাপে স্বাভাবিক সময়ের মতোই সব দেশের মুসলিমরা ওমরাহ পালন করতে পারবেন।

Loading...